নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
২৪ ঘন্টায় বাড়ল ২৪ জন। ক্রমাগত আলিপুরদুয়ারে ঊর্ধ্বমুখী করোনা পজিটিভের সংখ্যা। আলিপুরদুয়ারে করোনা পজিটিভ বেড়ে দাঁড়াল ১৭৬ জন। শুক্রবার বেড়েছিল ৪৬ জন। গত ২৪ ঘন্টায় আরও বাড়ল ২৪ জন।
এরপরেও কি সাবধানতা অবলম্বন করবে না মানুষ? এখন এই প্রশ্ন দেখা দিয়েছে আলিপুরদুয়ারে। শনিবার স্বাস্থ্যদফতর যে বুলেটিন প্রকাশ করেছে সেখানে ৪৬ জন বেড়ে দাঁড়িয়েছিল ১৫২ জনে। রবিবার প্রকাশিত বুলেটিনে আরও ২৪ জন বেড়ে যাওয়ায় সেই সংখ্যাটা দাঁড়ায় ১৭৬ জনে।
আরও পড়ুনঃ রায়গঞ্জে করোনা থাবা বসাল পুলিশ লাইনে
আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এই ২৪ জনকে কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে। এরা প্রত্যেকেই জেলার বাইরে থেকে এসে কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন। সেখানেই লালারস পরীক্ষা করা হয়। জেলা স্বাস্থ্য দফতর সাফ জানিয়েছে, “আলিপুরদুয়ারে যাদের করোনা পজিটিভ ধরা পড়েছে তারা সকলেই বাইরের রাজ্য থেকে এসেছেন।”
আলিপুরদুয়ারে সব কিছুই খোলা। দোকানপাট থেকে শুরু করে অফিস আদালত ব্যাঙ্ক সর্বত্র মানুষের ভিড় বেড়েই চলছে। সোশ্যাল ডিসটেন্স আর কেউ মানছেন না। ফলে করোনা প্রতিরোধ কতটা হবে তা এখন প্রশ্নের মুখে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584