ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:
রাজস্থানের কোটায় এক ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ২৪ জনের।
Rajasthan: 24 people dead, 5 people injured after a bus fell into a river in Bundi today. https://t.co/wipW2lGbdr
— ANI (@ANI) February 26, 2020
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে যে কোটা লালশট হাইওয়ের বুন্দি এলাকায় এক নদীতে বর যাত্রী বোঝাই একটি বাস পড়ে মোট ২৪ জনের মৃত্যু হয়।
Rajasthan: Lok Sabha Speaker and MP from Kota, Om Birla participated in the last rites of the 24 people who died after a bus fell into a river near a village on Kota Lalsot Mega Highway in Bundi ealier today. 5 people were injured in the incident. pic.twitter.com/1o3QlT6jqs
— ANI (@ANI) February 26, 2020
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে যে নদীটির নাম মেজ ও যে সেতু থেকে বাসটি খাতে পড়ে সেখানে কোনো রেলিং ছিল না। দুর্ঘটনাস্থল থেকেই ১৩টি মৃতদেহ উদ্ধার করা হয়।পরে হাসপাতলে ১১ জনের মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। ঘটনায় ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের কোটা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়েছে ।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584