নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
বেজিং সরকার জানাচ্ছে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৬৩৬ এর বেশি। কিন্তু বিভিন্ন বেসরকারি সংস্থার পেশ করা রিপোর্ট থেকে আশঙ্কা করা হচ্ছে প্রকৃত মৃতের সংখ্যা ২৫,০০০ এরও বেশি এবং সংক্রামিত প্রায় দেড় লক্ষ। কানাঘুষো শোনা যাচ্ছে, চিনের কমিউনিস্ট পার্টি প্রকৃত মৃতের সংখ্যা চাপা দেওয়ার চেষ্টা করছে।
আরও পড়ুনঃ ভারতের অর্থনৈতিক পরিস্থিতিকে মন্দা বলা যায় না, আশাবাদী আইএমএফ-এর ম্যানেজিং ডিরেক্টর
সন্দেহ আরও জোরদার হয় তখন, যখন একটি চিনা রিপোর্টে পেশ করা হয়, করোনাতে মৃতের সংখ্যা ২৪,৫৮৯ জন। একটি জাতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, তাইওয়ানের একটি সংস্থার কথায়, ‘‘টেনসেন্ট নামে ওই সংস্থাটি অনিচ্ছাকৃত ভাবে হলেও আসল মৃত ও আক্রান্তের সংখ্যা প্রকাশ করে ফেলেছে।’’
সূত্রের খবর, ওই সংস্থার ওয়েব পেজে আরও জানানো হয়েছে, সংক্রমণের পরে সুস্থ হয়েছেন মাত্র ২৬৯ জন। অনেকে এখনও বিশ্বাস করছেন, টেনসেন্ট ভুল করে তাদের রিপোর্টে ওই সংখ্যাটি লিখেছে।
আরও পড়ুনঃ ব্রেক্সিটঃইউরোপীয় ইউনিয়নের ৪৭ বছরের সদস্যপদ ছাড়ল ব্রিটেন
আবার অনেকেই মনে করছে, অনিচ্ছাকৃত ভাবে না, বাস্তবেই প্রকৃত মৃতের সংখ্যা প্রকাশের জন্য টেনসেন্ট ওই সংখ্যা প্রকাশ করেছে। যদিও এই নিয়ে টেনসেন্ট আর মন্তব্য করেনি।
ইতিমধ্যে খবর পাওয়া গেছে, গতকাল চিনা চিকিৎসক ডঃ লি ওয়েনলিয়াঙ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনিই প্রথম চিকিৎসক যিনি চিনে করোনার প্রকোপ সম্পর্কে সবার আগে অন্যান্য চিকিৎসকদের সচেতন করেছিলেন।
চিন সরকার আজ জানিয়েছে, চিনে ১৯ জন বিদেশির শরীরে করোনা সংক্রামিত হয়েছে। কিন্তু তারা কোন কোন দেশের বাসিন্দা তা জানানো হয়নি। বুধবারই করোনাতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩, যে সংখ্যা সবকিছুকে ছাপিয়ে গেছে। আগে কখনওই একদিনে এত জনের মৃত্যুর খবর পাওয়া যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584