মুনিরুল তারেক, ঢাকাঃ
বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়ালো। আজ ১৭ জুলাই পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৫৪৭ জনের। করোনা বিষয়ক প্রতিদিনের বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ৩৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এ নিয়ে মোট করোনাক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জন। এই সময়ের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৫১ জন। ডা. নাসিমা জানান, গত ২৪ ঘন্টায় ১৩ হাজার ৪৬০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ৪ মাসে ১০ লাখের বেশি নমুনা পরীক্ষা করা হয়।
তিনি আরো জানান, মৃতদের মধ্যে ৪০ জন পুরুষ এবং ১১ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, খুলনা বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৩ জন, রংপুর ৪ জন সিলেট বিভাগে ৩ জন এবং বরিশাল বিভাগে ৬ জন রয়েছেন।
আরও পড়ুনঃ নাড়ি দেখেই চিহ্নিত হবে রোগ, ভারতের প্রাচীন চিকিৎসা পদ্ধতির প্রচারে পর্যটন মন্ত্রক
বয়সের বিশ্লেষণে দেখা যায়, ২১-৩০ বছরের মধ্যে ১ জন, ৩১-৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৫ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১-৮০ বছরের মধ্যে ১১ জন, ৮১-৯০ বছরের মধ্যে ২ জন রয়েছেন। ডা. নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৬২ জনসহ বাংলাদেশে মোট ১ লাখ ৮ হাজার ৭২৫ জন করোনামুক্ত হয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584