শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
একদিনে দক্ষিন দিনাজপুরে করোনা আক্রান্ত ৮৫ জন। স্বাস্থ্য দফতর সূত্রে এই খবর মিলতেই নড়েচড়ে বসল জেলা প্রশাসন।শুক্রবার দুপুরে বালুরঘাট সার্কিট হাউসে তড়িঘড়ি ডাকা হয় প্রশাসনিক বৈঠক। এদিনের বৈঠকে জেলা প্রশাসনের কর্তাদের সাথে হাজির ছিলেন জেলার স্বাস্থ্য দফতরের বড় ছোট আধিকারিকরা।

পাশাপাশি জেলার সমস্ত বিএমএইচওরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠকে জেলার করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হয়।বৈঠক শেষে জেলাশাসক নিখিল নির্মল জানিয়েছেন, অযথা এই নিয়ে উদ্বিগ্ন হওয়ার মত এখনও কিছু নেই। জেলা স্বাস্থ্য দফতর যথেষ্ট দক্ষতার সাথে এই পরিস্থিতিতে কাজ করে চলেছে।
আরও পড়ুনঃ জঙ্গিপুরে একলক্ষ টাকার জাল নোট উদ্ধার, ধৃত ২
তিনি আরও বলেন, লকডাউনে সামাজিক বিধি মেনে চলা একান্ত জরুরি। সেটা যাতে সবাই মেনে চলেন সেটা সবার দেখা উচিত।এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জেলায় বর্তমানে ৫ টি সেফ হাউস থাকলেও খুব শীঘ্র বালুরঘাট যুব হোস্টেলকে এই আওতায় আনা হচ্ছে। সেখানে ৮০ টি শয্যার ব্যবস্থ্যা করা হবে। পূর্ত দফতরকে সেখানে বাকি কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি এখন থেকে সরকারের গাইডলাইন অনুযায়ী যারা অল্প সংক্রমিত ও নিজেদের বাড়িতেই রয়েছেন, তাদেরকে প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে ডাক্তার চেক আপ করবে। পাশাপাশি তাদের জেলা কোভিড কন্ট্রোল রুম থেকে প্রতিদিন ফোন করে তাদের শারিরিক পরিস্থিতির খবর নেওয়ার কাজ শুরু করা হবে।
আরও পড়ুনঃ কোলাঘাটে মাস্ক পরিয়ে সচেতনতা প্রচারে পুলিশ
এর পাশাপাশি কন্টেনমেন্ট জোন বাড়ানো বা কমানোর ব্যাপারটিও পর্যালোচনা করে ঠিক করা হবে। যদিও জেলায় ১৯ জুলাই অবধি লকডাউন চলছে, কিন্তু পরবর্তী পরিস্থিতিতে জেলা প্রশাসন খতিয়ে দেখে ব্যবস্থা নেবে বলে জানা গেছে। উল্লেখ্য, এই মুহুর্তে জেলায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা ৩০ বলে জানিয়েছে জেলা প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584