পাকিস্তানে মন্দিরে মৌলবাদী হানা, ধৃত ২৬

0
64

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

পাকিস্তানে আবার আক্রান্ত হল হিন্দু মন্দির। মৌলবাদী ইসলামিক সংগঠনের বেশ কিছু উন্মত্ত সদস্য পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলায় বুধবার একটি মন্দিরে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। অভিযোগ মৌলবাদী ইসলামিক গোষ্ঠী জামিয়াত-এ-ইসলাম পার্টি এই ভাঙচুর চালিয়েছে। এই ঘটনায় ওই দলের কেন্দ্রীয় নেতা রহমত সালাম খাট্টাক-সহ ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Pakistan Hindu Temple | newsfront.co
দুষ্কৃতী হানায় ধূলিসাৎ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মন্দিরটি সংস্কারের কাজ চলছিল, তার প্রতিবাদেই এই হামলা চালানো হয়। মৌলবাদী সংগঠনের সদস্যরা বুধবার মন্দিরের সম্প্রসারণ ও সংস্কারের কাজের প্রতিবাদ জানিয়ে নতুন গর্ভগৃহ ভেঙে চুরমার করে দেয়। পুরনো মন্দিরটিও ধ্বংস করে দেয় তারা। এরপরে অগ্নিসংযোগ করা হয় মন্দিরে।

আরও পড়ুনঃ দুর্নীতি মামলায় গ্রেফতার পাকিস্তানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী খাজা মহম্মদ আসিফ

স্থানীয় হিন্দু সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলি এই ন্যক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। পাকিস্তানের মানবাধিকার যুক্তরাষ্ট্রীয় সংসদীয় সচিব লালচাঁদ মালহি ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে এই ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়।

আরও পড়ুনঃ গর্ভপাতের অধিকারকে অবশেষে বৈধতা দিল আর্জেন্টিনা

খাইবার-পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মাহমুদ খান মন্দিরে এই হামলার ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের নির্দেশ দেন। তিনি জানান, সরকার যে কোনও ধর্মীয় উপাসনাস্থলের সুরক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। পেশোয়ারের হিন্দু নেতা হারুন সরাব দিয়াল বলেন, মন্দির চত্বরে একজন হিন্দু ধর্মীয় গুরুর সমাধিও রয়েছে। সারা দেশ থেকে বহু হিন্দু পুণ্যার্থী এই মন্দির দর্শন করতে আসেন প্রতি বৃহস্পতিবার।

স্বাভাবিকভাবেই মন্দির ভাঙার ঘটনায় হিন্দুদের ধর্মীয় ভাবাবেগ চরম আঘাতপ্রাপ্ত হয়েছে বলে ইসলাম ধর্মাবলম্বীদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here