শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
মণিপুরের ভয়াবহ জঙ্গি হামলার রেশ না কাটতে আবারও মহারাষ্ট্রের গড়চিরোলিতে মাওবাদীদের সাথে পুলিশের সংঘর্ষ। এদিকে মণিপুরে অসম রাইফেলসের সেনা কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় নিহত হয়েছেন এক কমান্ডিং অফিসার সহ আরও ৪ সেনা জোয়ান সাথে একজন জওয়ানের ছেলে ও স্ত্রী নিহত হন। এই হামলার দায় স্বীকার করেছে PLA জঙ্গি গোষ্ঠী সহ মণিপুরের বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন বলে সূত্রের খবর।
এই ভয়াবহ জঙ্গি হামলায় সাত জনের নৃশংস মৃত্যুতে গোটা দেশ যখন শোকের আবহে স্তব্ধ, ঠিক তখনই সমস্ত স্তব্ধতা কে ছাড়িয়ে খবরের শিরোনামে উঠে এসেছে মহারাষ্ট্রের গড়চিরোলিতে মাওবাদীদের সাথে পুলিশের ভয়াবহ সংঘর্ষের ঘটনা। এই সংঘর্ষে ২৬ জন মাওবাদী নিহত হয়েছে বলে দাবি পুলিশের। এছাড়াও আহত হয়েছে বেশ কয়েকজন পুলিশ কর্মীও।
মহারাষ্ট্র থেকে ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত গড়চিরোলিতে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পায় পুলিশ। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে গড়চিরোলির মারদিনতলার কোচির জঙ্গলে মাওবাদীদের খোঁজে পুলিশ তল্লাশি চালায়। অত্র এলাকায় ঢোকা মাত্রই মাওবাদীরা পুলিশ কে লক্ষ্য করে গুলি চালায়। বাধ্য হয়ে পুলিশও গুলি চালাতে শুরু করে। চলে দীর্ঘক্ষণ গুলির লড়াই। শেষ পর্যন্ত মাওবাদীরা পিছু হটতে বাধ্য হয়। এঘটনায় জানা গিয়েছে, এখন পর্যন্ত ২৬ জন নিহত মাওবাদীর দেহ পাওয়া গেছে , সঙ্গে বেশ কিছু জন পুলিশ কর্মী আহত হয়েছে। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । এই সফল পুলিশি অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য মুন্ডে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584