নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহে করোনা সংক্রমণে লাগাম দেওয়া যাচ্ছেনা। গোষ্ঠী সংক্রমণ ঠেকাতে জেলা জুড়ে বাজারের সময় বেঁধে দেওয়া হয়েছে। মাস্ক পরা নিয়ে ছোটখাটো গন্ডগোলের ঘটনা ঘটেই চলেছে। তবুও দিনদিন বেড়েই চলেছে করোনা সংক্রমণের সংখ্যা।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরও ২৬ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। আবারও ইংরেজবাজারে সর্বাধিক ১৯ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। মিল্কি ও মহদিপুরে দু’জন করে সংক্রামিত হয়েছেন বলে খবর। যদুপুর-২, কাজিগ্রাম ও বিনোদপুর গ্রাম পঞ্চায়েতে একজন করে সংক্রামিত হয়েছেন।
আরও পড়ুনঃ ফের করোনা কেড়ে নিল পুলিশ আধিকারিকের প্রাণ
অন্যদিকে, ইংরেজবাজার পুর এলাকার ১২ টি ওয়ার্ডে একজন করে সংক্রামিত হয়েছেন। পুরাতন মালদহে মোট ৩ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে এক ব্যক্তি সংক্রামিত হয়েছেন।
আরও পড়ুনঃ চলন্ত টোটোতে ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন চালকের দেহ
এছাড়াও মুচিয়া গ্রাম পঞ্চায়েতে একজন ও মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুরে একজনের সংক্রমণ ধরা পড়েছে। হবিবপুর ব্লকের আইহোতে একজনের, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মশালদহে একজনের সংক্রমণ ধরা পড়েছে। দু’জন সংক্রামিতের ঠিকানা এখনও পাওয়া সম্ভব হয়নি। সব মিলিয়ে মালদহ জেলায় এখনও পর্যন্ত মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584