ফেক নিউজের সাথে অক্সফোর্ডে জায়গা করে নিল আধার, চাচি

0
68

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার অভিধানের দশম সংস্করণে প্রকাশিত হলো গতকাল। সর্বশেষ এই সংস্করণের প্রকাশিত নতুন শব্দ তালিকায় ২৬টি ভারতীয় ইংরেজি শব্দ স্থান করে নিয়েছে। যার মধ্যে আছে আধার, চাল, ডাব্বা, হরতাল এবং শাদির মতো শব্দ। সব মিলিয়ে এই অভিধানে স্থান পাওয়া ভারতীয় ইংরেজি শব্দ সংখ্যার পরিমান হলো ৩৮৪।

শুক্রবার প্রকাশিত এই অভিধানের সর্বশেষ সংস্করণে প্রায় এক হাজার নতুন শব্দ জায়গা পেয়েছে। যার মধ্যে চ্যাটবোট ফেক নিউজ এবং মাইক্রোপ্লাস্টিকের মতো শব্দ নবযুক্ত তালিকায় আছে।

oxford learning advanced dictionary | newsfront.co
সংবাদ চিত্র

অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের ম্যানেজিং ডিরেক্টর (শিক্ষাদান বিভাগ) ফাতিমা দাদা বলেছেন, ‘এই সংস্করণে ২৬টি নতুন ভারতীয় ইংরেজি শব্দ যুক্ত হয়েছে যার মধ্যে ২২টি রয়েছে মুদ্রিত সংস্করণে এবং ৪ টি রয়েছে ডিজিটাল সংস্করণে।‘

আরও পড়ুনঃ ‘মোদী’-র ভারতে ব্যাহত মুক্ত চিন্তা ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামে জানালেন মার্কিন মানবতাবাদী

অভিধানে যোগ হওয়া শব্দের মধ্যে আছে ‘চাচি’ যা আন্টির ভারতীয় রূপ এছাড়াও বাসস্ট্যান্ড, এফআইআর, নন-ভেজ, টিউব লাইট, ভিডিওগ্রাফ-র মতো শব্দ।

দাদা আরও জানিয়েছেন যে,’ অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস বিশ্বে প্রচলিত সমস্ত ইংরেজি ভাষার পৃষ্ঠপোষক। সুতরাং এই শব্দগুলি অভিধানে জায়গা পাওয়ার যোগ্য।‘

আরও পড়ুনঃ

ফাতিমার বিবৃতি থেকে জানা যায় যে, অভিধানের অ্যাপটিতে ৮৬ হাজার শব্দ, ৯৫ হাজার বাক্যাংশ, ১ লক্ষ ১২ হাজার অর্থ এবং ২ লক্ষ ৩৭ হাজারটি উদাহরণ সন্নিবিশিত আছে।

অক্সফোর্ড অভিধানটি ৭৭ বছরের ঐতিহাসিক অভিধান। ১৯৪২ সালে জাপান থেকে প্রথম প্রকাশিত হয়েছিল এবং ১৯৪৮ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস থেকে প্রথম প্রকাশিত হয়।

লার্নার অভিধানটির প্রতিষ্ঠাতা অ্যালবার্ট সিডনি হর্নবীরের নীতি নিয়ম এবং নির্দেশিকা মেনেই রচিত হয়েছিল। এই অভিধানটির লক্ষ্য হল বিশ্ব জুড়ে ইংরেজি ভাষাকে আরও ছড়িয়ে দেওয়া এবং ইংরেজির অর্থ বুঝতে শেখা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here