কোচবিহারে করোনা আক্রান্ত রোগীর সাথে বৃদ্ধি পাচ্ছে সুস্থতার সংখ্যাও

0
32

নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ

কোচবিহারে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ২৭ জন। এর মধ্যে কোচবিহার সদর মহকুমায় ২০, দিনহাটায় ৩, মেখলিগঞ্জে ৩ এবং মাথাভাঙ্গায় ১জন রয়েছে। এছাড়াও এদিন আরও ৪৩ জন সুস্থ হয়েছেন বলে কোচবিহার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

covid19 | newsfront.co
গ্রাফিক্স চিত্র

এখনও পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬৩৭ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৩৬৩ জন। এখনও অ্যাক্টিভ কেস ২৭৪ জন। গতকাল পর্যন্ত জেলায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ছিল ২০৬ টি। প্রতিদিন যেমন নতুন করে আক্রান্তের খবর আসছে, তেমনি সুস্থতার সংখ্যাও বেড়েই চলেছে।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করায় গ্রেফতার এক

তবে লকডাউন উঠে গেলে ব্যাপক ভাবে যে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করেছিল বিভিন্ন মহল, তা কিন্তু কোচবিহার জেলার ক্ষেত্রে এখনও সেভাবে দেখা যায়নি। আর এতে প্রশাসনের আধিকারিক থেকে সাধারণ মানুষ অনেকেই স্বস্তিতে রয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here