নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ জন। মঙ্গলবার গভীর রাতে মালদহ মেডিক্যালের কোভিড পরীক্ষাগার থেকে যে নমুনা টেস্টের রিপোর্ট এসেছে, তার মধ্যে উত্তর দিনাজপুর জেলার ২৯টি রিপোর্ট পজিটিভ এসেছে বলে সূত্রের খবর।
তাঁদের মধ্যে ২৮ জনের লালারসের নমুনা রায়গঞ্জের মিক্কিমেঘা হাসপাতালের লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছিল। অন্য একটি নমুনা রায়গঞ্জ মেডিক্যাল কলেজে সংগ্রহ করা হয়েছিল।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে নতুন করে আক্রান্ত আরও ৭! মোট আক্রান্ত বেড়ে ৬৬
জানা গিয়েছে, এদের মধ্যে দু’জন বিহারের বাসিন্দা এবং বেশিরভাগই উত্তর দিনাজপুরের করনদিঘি, রায়গঞ্জ, ইটাহারের বাসিন্দা বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর। আক্রান্তরা বর্তমানে রায়গঞ্জের করোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584