করোনার থাবায় বির্পযস্ত নদীয়ার এক স্কুল! একসাথে আক্রান্ত ২৯ জন পড়ুয়া

0
82

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

পড়ুয়াদের কথা মাথায় রেখে গত নভেম্বরে সমস্ত কোভিড বিধি মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খোলার অনুমতি দিয়েছিল রাজ্য সরকার। সেই মোতাবেক রাজ্যের সমস্ত খুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য শিক্ষা মন্ত্রণালয়। স্কুল চালু হওয়ার পর ভালোই চলছে স্কুলগুলি। পড়ুয়াদের উপস্থিতির হারও দারুণ। ইতিমধ্যে সমস্ত স্কুল গুলিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে।

Corona virus
প্রতীকী চিত্র

এরই মাঝে বড়সড় অঘটন ঘটল নদীয়ার এক স্কুলে। নদীয়ার কল্যাণী জহওর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ের ২৯ জন পড়ুয়া একসাথে করোনায় আক্রান্ত হয়েছেন। স্কুল সূত্রে ৭ ই ডিসেম্বর গার্জেন মিটিং হয়। এই মিটিং এর আগে দুইজন পড়ুয়ার হালকা জ্বর ও সর্দির উপসর্গ দেখা দেয়। স্কুলের মেডিকেল ডিপার্টমেন্টে কোভিড পরীক্ষা করলে দুইজনের রিপোর্ট পজিটিভ আসে। এমন ঘটনার পর আর ঝুঁকি নিতে চাননি স্কুল কর্তৃপক্ষ। তারা দ্রুত স্বাস্থ্য দফতরকে জানান এবং স্বাস্থ্য দফতর দ্রুত স্কুল চত্বরে একটি আরটিপিসিআর ক্যাম্প বসান।

স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী নাগ বলেন, “এমন ঘটনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি স্কুলের মোট ৩২৪ জন শিক্ষার্থীদের পাশাপাশি তাদের সংস্পর্শে আসা স্কুলের স্যার, ম্যাম সহ সবার করোনা পরীক্ষা করা হবে। সেই মোতাবেক ২১৫ জন পড়ুয়ার পরীক্ষা করা হয়। রিপোর্টে ২৭ জন ছাত্র-ছাত্রীর করোনা পজিটিভ বেরিয়ে আসে।” বাকিদেরও পরীক্ষা করা হবে শীঘ্রই তবে আক্রান্তদের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ ওমিক্রন আতঙ্কে ক্রিস্টমাস ও নতুন বছর উদযাপনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল দিল্লি সরকার

এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পড়ুয়াদের মধ্যে। দুশ্চিন্তায় ভুগছেন অভিভাবক, অভিভাবিকাগণ। স্কুল সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যে অবস্থার কথা জানিয়ে জেলা প্রশাসককে চিঠি করা হয়েছে। স্কুল খোলা রাখার ব্যাপারে যেমন নির্দেশ দেবেন তেমনটা পালন করবেন স্কুল কর্তৃপক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here