হরষিত সিং,মালদা:
মালদা শহরের এক বর্ণাঢ্য মিছিলের মধ্যে দিয়ে শুরু হল ২৯ তম মালদা জেলা বই মেলা ও প্রদর্শনী । একটি বই একশো বন্দুর সমান এই স্লোগানকে সামনে রেখে বুধবার দুপুর দেড়টা নাগাদ শহরের বৃন্দাবনী ময়দান থেকে একটি মিছিল বার করা হয়। মিছিলে পা মেলান, অনুষ্ঠানের উদ্বোধক বিশিষ্ট সাহিত্যিক আফসার আহমেদ,বেলুর মাঠের সচিব স্বামী দিব্যানন্দ মহারাজ, মালদা জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ , জেলা পরিষদের সভাধিপতি সরলা র্মুর্মু সহ জেলার একাধিক বিশিষ্ট ব্যাক্তিরা। পাশাপাশি শহরের বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা অংশগ্রহন করে এদিনের মিছিলে অংশগ্রহন করে। গোটা শহর পরিক্রমা করে মালদা কলেজ ময়দানে শেষ হয় মিছিলটি। সেখানে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সাহিত্যিক আফসার আহমেদ। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠান মঞ্চের উদ্বোধন করেন বেলুর মঠের সচিব স্বামী দিব্যানন্দ মহারাজ। আগামী ২৪ জানুয়ারী পর্যন্ত চলবে বই মেলা ও প্রদর্শনী । বিভিন্ন প্রকাশনার প্রায় ১৭০ টি বইযের স্টলের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের প্রদর্শনী। মের প্রথম দিনেই প্রচুর বই প্রেমী সাধারন মানুষ ও পড়ুয়ারা ভিড় জমায় মেলায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584