নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ডোমকলে এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করল ৩ প্রতিবেশী যুবক। এই ঘটনায় এক যুবককে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। এখনো ২ জন ফেরার। দোষীদের কড়া শাস্তির দাবিতে সরব নির্যাতিতার পরিবার।
নির্যাতিতা মহিলার মা জানান, ‘মঙ্গলবার রাতে নিজের বাড়িতে সিঁড়িতে বসে ছিল আমার মেয়ে। হঠাৎ করে ৩ জন ছেলে এসে আমার মেয়েকে তুলে নিয়ে যায়। আমি লাইট নিয়ে খোঁজাখুঁজি করতে গেলে পাশের জঙ্গলে ছেঁড়া কাপড়ে মেয়েকে পড়ে থাকতে দেখি। ওই অবস্থায় মেয়েকে বাড়ি নিয়ে আসি।’
আরও পড়ুনঃ ছাত্রীকে ধর্ষণ করে খুন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ চোপড়ায়
ঘটনার পর গ্রামবাসীদের কাছে নালিশ জানান পরিবারের লোকেরা। কিন্তু কোনো সুরাহা হয়নি। ডোমকল থানায় অভিযোগ দায়ের করে পরিবার। মেয়ের কথা শুনে একজন দুষ্কৃতীকে গ্রেফতার করে ডোমকল থানার পুলিশ। কিন্তু এখনও দুইজনকে ধরা যায়নি। বাকি দুজন গ্রামবাসীদের প্রশ্রয়ে পালিয়ে বেড়াচ্ছে বলে পরিবারের অভিযোগ।
মেয়ের বাবা বলেন, ‘আমি গরিব মানুষ। বাড়িতে ৪ জন অসহায় মানুষ দিন আনে দিন খাই। এমন অবস্থায় আমার মানসম্মান নিয়ে টানাটানি হল। আমি এর ন্যায় বিচার চাই।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584