নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
শুক্রবার দিল্লি হাইকোর্টে জেএনইউ-তে হওয়া হামলার একটি পিটিশন দায়ের করলেন জেএনইউ-এর তিন অধ্যাপক–অমিত পরমেশ্বরণ, শুক্লা সাওয়ান্ত ও অতুল সুদ।
তাঁদের দাবি, সিসিটিভি ফুটেজের পাশাপাশি জেএনইউ চত্বরে ৫ জানুয়ারির হামলা সংক্রান্ত হোয়াটসঅ্যাপ মেসেজ(‘ইউনিটি এগেইনস্ট লেফট’ ও ‘ফ্রেন্ডস অফ আরএসএস’ এই দু’টি হোয়াটসঅ্যাপ গ্রুপের) ও প্রাসঙ্গিক তথ্য সংরক্ষণ করতে হবে।
আরও পড়ুনঃ কাল শহরে মোদি, নিরাপত্তার কারণে তিন পথে যাত্রার ব্যবস্থা প্রধানমন্ত্রীর
সোমবার এই সংক্রান্ত একটি শুনানি হবে। জাতীয় গণমাধ্যম সূত্রে খবর, তাঁরা এ বিষয়ে দিল্লি সরকার ও দিল্লি পুলিশের প্রয়োজনীয় নির্দেশের জন্যও আবেদন করেন।
হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকা জেএনইউ হামলা সংক্রান্ত যাবতীয় মেসেজ, ছবি, ভিডিও ও ফোন নম্বর পুনরুদ্ধার করার দাবি জানান তাঁরা।
জানা গেছে, এই নিয়ে এই সংক্রান্ত মামলার সংখ্যা দাঁড়াল ১৪।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584