করোনা যুদ্ধ জয়ী হয়ে বাড়িতে ৩০ জন

0
28

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

জেলার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেও খুশির হাওয়া পশ্চিম মেদিনীপুর জেলায়। করোনা যুদ্ধ জয় করে বাড়ি ফিরলেন ৩০ জন। হাসপাতালের তরফে গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হল প্রত্যেককে। করোনা হাসপাতাল থেকে একসাথে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৩০ জন করোনা সংক্রমিত রোগী। সাফল্যে আপ্লুত হাসপাতাল কর্তৃপক্ষ।

corona affected patients | newsfront.co
নিজস্ব চিত্র

হাসপাতালের সুপার নন্দন ব্যানার্জি জানান, চলতি মাসের ৭ তারিখ প্রত্যেকে করোনা সংক্রমণ নিয়ে ভর্তি হয় শহর সংলগ্ন করোনা লেভেল ওয়ান হাসপাতলে।

আরও পড়ুনঃ শিশুদের খাদ্য, প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করলেন শিক্ষকরা

এরপর মঙ্গলবার মেদিনীপুর মেডিক্যাল কলেজের ভিআরডিএল ল্যাবে করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে প্রত্যেকের। বুধবার সকালে প্রত্যেককেই ছুটি দেওয়া হয় আয়ুশ হাসপাতাল থেকে। তবে প্রত্যেককেই ৭ দিনের জন্য হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

একসাথে এতজন সুস্থ হয়ে বাড়ি ফেরার ঘটনাকে নিজেদের সাফল্য বলেই দাবি করেছেন জেলার স্বাস্থ্য দফতরের কর্তারা। করোনা যুদ্ধ জয় করে বাড়ি ফিরতে পেরে খুশি করোনা সংক্রমিত রোগীরাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here