বিজেপি ছেড়ে তৃণমূলে পুরোনো কর্মীরা

0
107

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

ফের বিজেপিকে ধাক্কা তৃণমূলের। বিজেপির ঘর ভেঙে ফের তৃণমূলে যোগ দিলেন ৩০ জন কর্মী। বিধানসভা ভোটের আগে এই যোগদানে দক্ষিণ দিনাজপুরের তপনে তৃণমূলের সাংগঠনিক শক্তি বাড়ল বলেই মনে করা হচ্ছে।

tmc members | newsfront.co
নিজস্ব চিত্র

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তপনের দাড়ালহাটে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীসভা। সভা শেষে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন ৩০ জন বিজেপি কর্মী।

বৃহস্পতিবার এই কর্মীসভার আয়োজন করা হয়েছিল তপন দাড়ালহাট উচ্চ বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ,উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী বাচ্চু হাসদ,জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আমজাদ মন্ডল,গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক গৌতম দাস,তপন পঞ্চায়েত সমিতির সভাপতি রাজু দাস,সহ-সভাপতি তাপস মন্ডল,তপন বিধানসভার কনভেনার সুব্রত ধর সহ অন্যান্য দলীয় নেতা কর্মীরা।

আরও পড়ুনঃ ফি কমানোর দাবিতে আন্দোলনে তৃণমূল ছাত্র পরিষদ

আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমেছে তৃণমূল-বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। সেই মতো দলকে শক্তিশালী ও মজবুত করতে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি পুরোনো কমীদের পুনরায় দলে আনার কাজ শুরু করেছে তৃণমূল।

জানা গেছে, এই সমস্ত কর্মীরা বিভিন্ন সময়ে ভুল বুঝে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। এদিন পুনরায় তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে দাবি দলের তরফে।যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন সাংসদ অর্পিতা ঘোষ,বাচ্চু হাঁসদা সহ সহ অন্যান্য দলীয় নেতা কর্মীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here