জৈদুল সেখ, মুর্শিদাবাদ:
করোনা সংক্রমণ রুখতে জেলা জুড়ে চলছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ। মুর্শিদাবাদ জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী জানিয়েছেন, বর্তমানে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কোভিড ভ্যাকসিন টিকাকরণ মুর্শিদাবাদ জেলার মধ্যে সব থেকে বেশি হার কান্দি মহকুমাতে। কান্দি মহকুমা অনেকটাই এগিয়ে আছে পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার পদ্ধতিতে। মুর্শিদাবাদ জেলার অনেক যুবক তারা পরিযায়ী শ্রমিকের কাজ করতে ভীন রাজ্যে পাড়ি দেন। তারাও ধীরে ধীরে কোভিড ভ্যাকসিন টিকা গ্রহন করছে।
শনিবার কান্দির জীবন্তিতে প্রথম ১৫ থেকে ১৮ বছরের পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়। আজ উদয় চাঁদপুর হাইস্কুলের প্রায় ৫০০ জন শিক্ষার্থীকে এদিন ভ্যাকসিন দেওয়া হয়। উদয় চাঁদপুর স্কুলের প্রধান শিক্ষক সামসুজ্জোহা বিশ্বাস জানান, “সরকারি নিয়মবিধি মেনে এই প্রথম শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। শনিবার নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীদেরকে দেওয়া হচ্ছে, সোমবার ছাত্রদের ভ্যাকসিন দেওয়া হবে।”
মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলাতে বর্তমানে কোভিড টিকার হার অনেকটাই বেশি। মোট ৭৪ লক্ষ ৩৮ হাজার ৮৮৭ জনকে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে। বর্তমানে ১৫ থেকে ১৮ বছর বয়সী পড়ুয়াদের দৈনিক গড়ে ৩০ হাজার করে কোভিড ভ্যাকসিন টিকাকরণ দেওয়া চলছে। তবে যারা এখনও কোভিড টিকা নিতে পারেননি তারা অবিলম্বে কোভিড টিকা নেওয়ার জন্য অনুরোধ করেছেন। পাশাপাশি বর্তমানে বাড়ি থেকে বেরোলে অতি অবশ্যই মাস্ক ব্যবহার করার জন্য পরামর্শ দিলেন মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল।
তবুও কান্দি মহকুমায় করোনা সংক্রমণ নিয়ে যথেষ্ট উদ্বেগের বিষয় রয়েছে। তার প্রমাণ পাওয়া গেল সালার ব্লকের দুদিনের সম্পূর্ণ লকডাউনে। মুর্শিদাবাদ জেলার সালার ব্লকে কোভিড সংক্রমণ বৃদ্ধি হচ্ছে। সেই কারনে, সালার ব্লকে শনিবার এবং রবিবার দুইদিন দোকান, বাজার, বন্ধ করল সালার ব্লক প্রশাসন। সালার ব্লক প্রশাসন পক্ষ থেকে, শনিবার ও রবিবার দুইদিন সমগ্র বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সালার ব্লকে কোভিড মহামারি পরিস্থিতি বৃদ্ধি কারনেই, কান্দি মহকুমা শাসক নির্দেশ অনুযায়ী, এই সিদ্ধান্ত নিয়েছে ব্লক প্রশাসন বলে জানানো হয়েছে। মুর্শিদাবাদ জেলায় দৈনিক বর্তমানে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, যা নিয়ে উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর।
আরও পড়ুনঃ সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সপ্তাহে চারদিন বাজার বন্ধের নির্দেশ জারি দুই ২৪ পরগণার পুরসভাগুলির
কোভিড ভ্যাকসিন দেওয়া হলেও, মুর্শিদাবাদ জেলায় বাড়ছে করোনা সংক্রমণ। জেলা স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদ জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ২৬৬ জন। বৃহস্পতিবার প্রায় ১৮০ জন করোনা আক্রান্ত হয়েছিল শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে হল ২৬৬ জন। মুর্শিদাবাদ জেলার পাঁচটি মহকুমাতেই বেড়েছে সংক্রমণ। বহরমপুর মহকুমায় আক্রান্ত হয়েছেন ৮৩ জন। কান্দি মহকুমায় ৭৬ জন! প্রতিদিন বেড়ে চলা করোনা সংক্রমণ ঠেকাতে মাস্কে জোর দিয়েছে প্রশাসন। জেলা জুড়ে চলছে প্রশাসনের তৎপরতা। মাস্ক পরার ক্ষেত্রে সচেতনতার প্রচার চলছে সর্বত্র। চলছে পুলিশি ধরপাকড়। স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখতে সচেষ্ট স্বাস্থ্য প্রশাসনও। প্রতিদিন খতিয়ে দেখা হচ্ছে চিকিৎসার পরিকাঠামো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584