গড়বেতায় বিজেপি ছেড়ে ৩০০ জনের তৃণমূলে যোগদান

0
52

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ফের ঘর ভাঙল বিজেপির।সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার সারবোত এলাকায় তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ৩০০ জন কর্মী।

tmc member | newsfront.co
নিজস্ব চিত্র

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি, তৃণমূল কংগ্রেসের গড়বেতার বিধায়ক আশিস চক্রবর্তী সহ তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ। ওই এলাকার আগরবাঁধ, চুনপাড়া সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের ৩০০ জন বিজেপি কর্মী এদিন স্বেচ্ছায় বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন দলের জেলা সভাপতি অজিত মাইতি ও বিধায়ক আশিস চক্রবর্তী।

আরও পড়ুনঃ বানভাসী মানুষদের খাবার বিলি করলেন শিক্ষকরা

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে দলের পতাকা তুলে দিয়ে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, ‘আগামী দিনে গড়বেতায় বিজেপি দলের কোনো কিছুই আর থাকবে না। প্রতিদিন দলে দলে মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন ।

মানুষ বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস অসহায় মানুষের বিপদে-আপদে মানুষের পাশে থাকে আর বিজেপি নেতারা শুধু গরম গরম বক্তৃতা দেয় এবং রাজ্য সরকারের বিরুদ্ধে কুৎসা রটায়। তাই শান্তি উন্নয়নের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্তিশালী করে তোলার জন্য ৩০০ জনেরও বেশী বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।’

আরও পড়ুনঃ জলঙ্গিতে কংগ্রেসের মিছিল

অজিত মাইতি এদিন বলেন, ‘আপনাদের সকলকে দলে যোগ্য সম্মান দেওয়া হবে। আপনারা দলের হয়ে কাজ করবেন। আগামী বিধানসভা নির্বাচনে গড়বেতা বিধানসভা এলাকা থেকে বিজেপি যাতে কোনো ভোট না পায়, সেই জন্য এখন থেকে তিনি তাদের কাজে লেগে পড়তে হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here