শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
বিজেপি, তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে ৩০০ জন যুবক এবার কংগ্রেস শিবিরে। রবিবার বিকেলে দলবদলের এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে।

৩০০ জন যুবকের মধ্যে বেশির ভাগ পরিযায়ী শ্রমিক বলে জানা গেছে। এদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন জেলা কংগ্রেসের সভাপতি গোপাল দেব। এছাড়াও হাজির ছিলেন কুমারগঞ্জ ব্লক সভাপতি রতন সরকার, সাধারণ সম্পাদক রাজা হরিশচন্দ্র, বালুরঘাট টাউন কংগ্রেসের সভাপতি মানবেন্দ্র পাল ও গোপাল কর সহ জেলা কংগ্রেসের অনান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ ছাত্র-ছাত্রীদের সচেতনতা শিবির শিক্ষক সংগঠনের
যদিও জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব এদের পরিযায়ী শ্রমিক হিসেবে দেখতে রাজি নন। তার মতে, যে কেউ জন্মগত ভাবে পরিযায়ী শ্রমিক হিসেবে পৃথিবীতে আসে না।
তাই তাদেরকে দেশের সম্পদ হিসেবেই দেখতে চান। তিনি আরও জানান, তৃণমুল, বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে বিভিন্ন দল থেকে ওই ৩০০ জন তরুন কংগ্রেসে যোগ দিলেন। এতে দল আরো শক্তিশালী হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584