শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
একদিনে ভেঙে গেল কলকাতা পুলিশের সমস্ত সংক্রমণের রেকর্ড। লালবাজার সূত্রের খবর, গত ২৪ ঘন্টায় একসঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন লালবাজারের ৩০ জন পুলিশকর্মী, যারা ৭ জন লালবাজারের ট্রাফিক বিল্ডিংয়ের কর্মী এবং অফিসার। এখনও পর্যন্ত একদিনে এত পুলিশকর্মী সংক্রমণের ঘটনা ঘটেনি।
এদিকে গোটা বাহিনীতে এভাবে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ায় চিন্তায় পড়েছেন লালবাজারের শীর্ষ কর্তারা। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য ইতিমধ্যেই রিজার্ভ অফিস বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে ওই বিল্ডিংয়ে থাকা ট্র্যাফিক বিভাগের বিভিন্ন শাখায় ন্যূনতম সংখ্যক কর্মীকে আসতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ ‘আমার ডেডবডির মধ্যে চুল্লি বানিয়ে পুড়িয়ে দিন, অসহযোগিতার অভিযোগে বিস্ফোরক মুখ্যমন্ত্রী
লালবাজার সূত্রে খবর, বুধবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন বাহিনীর ৬৭২ জন পুলিশকর্মী। মোট আক্রান্তের মধ্যে ৫১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিদের বেশির ভাগ হাসপাতালে চিকিৎসাধীন। তবে কিছু পুলিশকর্মীকে হোম কোয়রান্টাইনে রাখা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584