আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের অভিযানে ধরা পড়ল বেআইনি কয়লা বোঝাই ৩০টি ট্রাক

0
58

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

আসানসোল-দুর্গাপুর পুলিশের অভিযানে ১৯ নম্বর জাতীয় সড়কের ডুবুরডিহি চেকপোস্টে ঝাড়খন্ড থেকে পশ্চিমবঙ্গে আসার পথে ধরা পড়লো বেআইনি খনি থেকে তোলা কয়লা বোঝাই ৩০টি লরি। গ্রেফতার করা হয়েছে ১৪ জনকে। ইডি সিবিআই-এর ধরপাকড় কোন কিছুতেই বন্ধ হয়নি আন্তঃরাজ্য কয়লা পাচার।

Coal mafia
প্রতীকী ছবি

পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড সীমানায় কুলটি থানা ও সালানপুর থানা কয়লা বোঝাই লরিগুলি আটক করে। কমিশনারেটের এক উচ্চ পদস্থ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে সব ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছে যথাযথ কাগজ পত্রও ছিলনা।

পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম- এই জেলাগুলির পাশাপাশি ঝাড়খণ্ড, বিহার ও উত্তরপ্রদেশের অবৈধ কয়লা পাচার বন্ধ করতে ২০২০-২০২১ সালে তৎপর হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি। সেই সময়ে সিবিআই ও ইডির একাধিক অভিযানে বেশকিছু কয়লা মাফিয়া গ্রেপ্তারও হয়। কিন্তু তাতে যে আদৌ অবৈধ কয়লার কারবার বন্ধ হয়নি তা ফের প্রমাণিত।

আরও পড়ুনঃ কর্ণাটকের কলেজে হিজাব পরার কারণে ক্লাসে প্রবেশ করতে দেওয়া হল না ৬ ছাত্রীকে

গত চারদিন ধরে অভিযান চালিয়ে বেআইনি কয়লা পাচার রোধে সাফল্যও পেয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। তদন্তে নেমে এলাকা দুই বেআইনি কয়লার কারবারীর নামও জানতে পেরেছে পুলিশ। তাদের খোঁজে তল্লাশিও চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এছাড়াও ধৃতদের জেরা করে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গিয়েছে বলে দাবি করা হয়েছে কমিশনারেটের তরফে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here