মনিরুল হক, কোচবিহারঃ
বেশ কিছুদিন ধরেই কোচবিহার থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো করোনা পরীক্ষার নমুনার রিপোর্ট না আসায় বাসিন্দাদের মধ্যে আশঙ্কা দানা বাঁধছিল। এদিন শিলিগুড়ি থেকে প্রকাশিত একটি বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্রের ওয়েব নিউজ পোর্টালে এই জেলার ৩২ জন আক্রান্ত বলে খবর প্রকাশ পেতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ওই ওয়েব নিউজ পোর্টাল জানিয়েছে, বেশ কিছু ধরে জমে থাকা কোচবিহারের নমুনা গুলো পরীক্ষা করতে শুরু করতেই এক সাথে এতজনের করোনা আক্রান্ত হওয়ার খবর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে আক্রান্তদের ভিন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিক।
আরও পড়ুনঃ মালদহে করোনা আক্রান্ত নার্স
তবে এনিয়ে কোচবিহার জেলা প্রশাসন সূত্রে এখনও কিছু জানানো হয় নি। তবে ভিন রাজ্য থেকে ফেরত আসা শ্রমিক এবং ভবিষ্যতে ফিরতে পারে এমন শ্রমিকদের ভাইরাস সংক্রমণ হতে পারে জানিয়ে কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান প্রশাসনের তরফে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584