নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
একদিনে করোনা পজিটিভের সংখ্যায় রেকর্ড করলো উত্তর দিনাজপুর জেলা। গত ২৪ ঘন্টায় ৩৬ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুযায়ী এখনও পর্যন্ত জেলায় করোনা সংক্রমণ মিলেছে ৫৬০ জনের দেহে। এদিকে গত ২৪ ঘন্টায় করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ৯ জন। এখনও পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ৩৫০ জন। কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০৯ জন।
রায়গঞ্জে এক করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটেছে শনিবার। রায়গঞ্জ শহরে এই প্রথম কোনও করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। আইসিএমআর-এর গাইড লাইন মেনে মৃত ব্যক্তির দেহ সৎকার করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
আরও পড়ুনঃ রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দৈনিক ২৫ হাজার টেস্ট লক্ষ্যমাত্রা রাজ্যের: মুখ্যসচিব
এদিকে রায়গঞ্জ সদর ব্রাঞ্চের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পদস্থ আধিকারিকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। আক্রান্তের বাড়ি শিলিগুড়িতে। জানা গিয়েছে, তিনি গত সোমবার শিলিগুড়িতে গিয়েছিলেন। সেখানেই তার করোনা পরীক্ষা হয়। শনিবার রাতে ওই ব্যক্তি রিপোর্ট হাতে পান। লালারসের রিপোর্ট হাতে আসার পর রায়গঞ্জ শাখার ওই ব্যাঙ্কের কর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584