মনিরুল হক, কোচবিহারঃ
ক্রমেই পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে কোচবিহার জেলায়। ৩২ জনের পর আরও ৩৭ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের উপস্থিতি। আক্রান্তরা সকলেই ভিন রাজ্য থেকে কোচবিহারে ফিরেছে বলে জানা যাচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আক্রান্তরা সকলেই পরিযায়ী শ্রমিক। তারা কোচবিহার, দিনহাটা, মাথাভাঙা ও তুফানগঞ্জ মহকুমার বাসিন্দা।
প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, আক্রান্তরা কেউ ছিল ইন্সটিটিউশনাল কোয়ারান্টাইনে এবং কেউবা হোম কোয়ারান্টাইনে। ফলে সেখান থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে।
আরও পড়ুনঃ কালিয়াচক থানায় পুলিশের লালারস সংগ্রহ স্বাস্থ্যকর্মীদের
উল্লেখ্য, গতকাল শনিবার কোচবিহার জেলা থেকে ৩২ জন করোনা আক্রান্ত হবার খবর জানিয়েছে জেলা প্রশাসন। এরপর আজ ফের ৩৭ জন করোনা আক্রান্তের খবর জানানো হয়। যার ফলে এই দুই দিনে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৯। এই খবর সামনে আসতেই নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে জেলা জুড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584