করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন ৩৭ পুলিশকর্মী, মৃত আরেক কনস্টেবল

0
33

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা আক্রান্ত হয়ে যাদবপুরের কেপিসি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কলকাতা পুলিশের ৬০ জন পুলিশকর্মী। শনিবার এক সঙ্গে তাদের ৩৭ জনকে হাসপাতাল থেকে ছাড়া হল।

kolkata police | newsfront.co
প্রতীকী চিত্র

একসঙ্গে এতজন চিকিৎসাধীন পুলিশকর্মী সুস্থ হয়ে ছাড়া পাওয়ার ঘটনা রাজ্যে এই প্রথম। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে শেক্সপিয়র সরণি থানার কনস্টেবলের মৃত্যুর পর এদিনই শিয়ালদা ট্রাফিক গার্ডের কনস্টেবল দিলীপ সর্দার নামে আরও এক কনস্টেবলের মৃত্যু হয়। এই নিয়ে কলকাতা পুলিশে মৃত্যু হল মোট ২ জন কনস্টেবলের।

কেপিসি হাসপাতাল সূত্রে খবর, ১২ দিন আগে এই পুলিশ কর্মীদের আক্রান্ত সন্দেহে ভর্তি করানো হয়েছিল। পুলিশ কর্মীদের দ্রুত সারিয়ে তুলতে পেরে স্বস্তিতে ডাক্তার থেকে নার্স-সকলেই।

আরও পড়ুনঃ রাজ্যে ডেঙ্গুর ভ্রূকুটি! করোনা ল্যাবগুলিতে চাপ কমাতে নয়া কৌশল

তবে ১৪ দিন বিশ্রামে থাকতে বলা হয়েছে তাঁদের। এঁরা প্রত্যেকেই পিটিএসে কর্মরত। দ্রুত কাজে যোগ দিতে পারবেন বলেও খবর। শনিবার বেলায় হাসপাতাল থেকে বেরানোর সময় ফুল ছুঁড়ে প্রত্যেক করোনাজয়ীকে শুভেচ্ছা জানানো হয়। বাজানো হয় শাঁখও।

অন্যদিকে, কলকাতা পুলিশের দক্ষিণ বিভাগে কর্মরত শেক্সপিয়র সরণি থানার কনস্টেবল সেবাস্তিয়ান খাকার স্মৃতির উদ্দেশ্যে এদিন লালবাজারে এক স্মরণসভা আয়োজন করে কলকাতা পুলিশ। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন নগরপাল অনুজ শর্মা সহ অন্যরা।

আরও পড়ুনঃ দক্ষিণ কাশ্মীরে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ২ জঙ্গি

নিয়তির নিষ্ঠুর পরিহাসে এদিনই ফের একই হাসপাতালে করোনা সংক্রমণে ঝরে যায় আরও এক পুলিশকর্মীর প্রাণ।

প্রয়াত দু’জনের পরিবারের হাতে কলকাতা পুলিশের তরফে অন্তর্বতী সাহায্য হিসাবে এক লক্ষ টাকা এবং রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা অনুযায়ী আরও ১০ লক্ষ টাকা তুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here