মধ্যাহ্নভোজন নিয়ে শাহকে বিঁধলেন অভিষেক

0
127

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

পশ্চিমবঙ্গ সফরে এসে দু’দিনই আদিবাসী ও মতুয়া পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজন সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যা ঘিরে শুরু হয়েছে সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।

Amit Shah Dilip Ghosh | newsfront.co
মধ্যাহ্ন ভোজনে অমিত শাহ দিলীপ ঘোষ। ছবিঃ বিভাস লোধ

এমনকী যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যেয়র তোপের মুখেও পরতে হয়েছে তাঁকে। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের কটাক্ষ, তফসিলি ও সংশ্লিষ্ট পরিবারগুলিকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন শাহ।

শুক্রবার টুইটে অমিত শাহকে বিঁধে অভিষেক লিখেছেন, ‘তফসিলি ও সংশ্লিষ্ট পরিবারগুলিকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, ওই পরিবারগুলোর সঙ্গে একবার কথা বলারও প্রয়োজন বোধ করা হয়নি। এটাই অমিত শাহের মধ্যাহ্নভোজনের নেপথ্যের বাস্তব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি শুধু ছবি তুলতেই এখানে এসেছেন?’ প্রতিপক্ষের ‘চাণক্য’ র মধ্যাহ্নভোজন যে আসলে লোক দেখানো এ দিন সেই বার্তাই তুলে ধরার চেষ্টা করেছেন তৃণমূল যুব সভাপতি।

আরও পড়ুনঃ বাড়িতে অতিথি শাহ, খুশি হলেও নিজের রাজনৈতিক পরিচয় স্পষ্ট করলেন অজয় চক্রবর্তী

দলীয় কর্মসূচিতে দু’দিনের সফরে বাংলায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার বাঁকুড়ায় গিয়ে এক আদিবাসী পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ করেন শাহ। শুক্রবারও কলকাতায় মতুয়া এক পরিবারের বাড়িতে দুপুরের খাবার খান তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শাহের হাত ধরেই রাজ্যে ফের শুরু হল ‘মধ্যাহ্নভোজন রাজনীতি’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here