শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
রাজ্যে প্রতিদিনই যেন গড়ে চিহ্নিত হচ্ছে ৩০০ জনের সংক্রমণ। ফের ২৪ ঘন্টায় রাজ্যে ৩৭১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসায় মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৫০১ জন। আরও ৮ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে মোট করোনায় মৃত্যু ২৪৫ জনের। অন্যদিকে, করোনা আক্রান্ত থেকে অন্য উপসর্গে ৭২ জনের মৃত্যুর হিসেব ধরলে রাজ্যে মোট মৃত্যু ৩১৭ জনের।
২৪ ঘন্টায় আরও ১৮৭ জন সুস্থের হিসেব ধরলে মোট সুস্থ হলেন ২১৫৭ জন। সুস্থ হওয়ার হার ৩৯.২১ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৩০২৭ জন। তার মধ্যে এ দিন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে ১৭৬ জনের।
বুলেটিনে আরও জানানো হয়েছে, এদিন পর্যন্ত রাজ্যের ৪০ টি ল্যাবে মোট করোনা টেস্টের সংখ্যা ২০৩৭৫১ জনের। তার মধ্যে ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৯৩৫৪ জনের। এর মধ্যে ৭ টি ল্যাবে চলতি সপ্তাহেই অনুমোদন পেয়েছে রাজ্য সরকার। রাজ্যের ৬৯ টি করোনা হাসপাতাল, ১৬ টি সরকারি এবং ৫৩ টি বেসরকারি হাসপাতালে মোট ৮৭৮৫ টি বেড আছে, আইসিইউ পরিষেবা রয়েছে ৯২০ জনের। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। তার ১৮.৬১ শতাংশ রোগী ভর্তি আছেন। সরকারি ৫৮২ টি কোয়ারেন্টাইনে এখন রয়েছেন ১৬৮১৮ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৫১৮৮৭ জনকে। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৩৫৫৩০ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৮৯৭১২ জনকে।
আরও পড়ুনঃ আগামীকাল থেকে পরীক্ষামূলক ভাবে ৮ জোড়া যাত্রী স্পেশাল ট্রেন চালাবে পূর্বরেল
এছাড়া এদিনের বুলেটিনে জেলাওয়াড়ি তথ্যে জানানো হয়েছে, কলকাতায় ৭২ আক্রান্তের সংখ্যা বেড়ে মোট সংক্রমণ ২১২৫ জনের। এদিন কলকাতায় আরও ৭ জনের মৃত্যু হওয়ায় কলকাতাতেই মোট মৃত্যু ২০৯ জনের। প্রসঙ্গত, এ দিন লালবাজার জানিয়েছে, গত ৬৬ দিনে ১০০ জন কলকাতা পুলিশকর্মী করোনা সংক্রামিত হয়েছেন। তবে একই সঙ্গে সুস্থ হয়েছেন ৫০ জনের বেশি। তারা কাজে যোগ দিয়েছেন।
এর পরেই হাওড়ায় ৪৭ জনের সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ১০২৯ জনের। তারপরে উত্তর ২৪ পরগনায় ৬০ সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ৭৩৫ জনের। এখানে এক জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু সংখ্যা ৪৩ জন। হুগলিতে ৪৩ জনের সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ২৯৯ জনের। কোচবিহারে এ দিনও নতুন ৩৬ করোনা সংক্রামিতের হদিশ মেলায় দু’দিনেই আক্রান্তের সংখ্যা ৬৮ জন। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম ছাড়া সংক্রমণ বেড়েছে বাকি সব ক’টি জেলাতেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584