পার্ক স্ট্রিটের হোটেলে বিধিনিষেধের বড়াই না করেই রাতভর পার্টি, গ্রেফতার ৩৭

0
73

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনা রুখতে রাজ্যে জারি রয়েছে বিধিনিষেধ। অতি প্রয়োজনীয় পরিষেবা ছাড়া একাধিক ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা। এরইমধ্যে মহামারি আইনবিধি ভেঙে উচ্চস্বরে ডিজে বাজিয়ে পার্টি করার অভিযোগ উঠল পার্ক স্ট্রিটের এক নামী হোটেলের বিরুদ্ধে।

Night Party
প্রতীকী চিত্র

হোটেলের দুই ও তিন তলায় চলছিল পার্টি। কারোর মুখেই ছিল না মাস্ক আর শারীরিক দূরত্ব বিধিরও বালাই নেই! ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩৭ জনকে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মদ, গাঁজা জাতীয় মাদক দ্রব্য।

DJ system
ছবি: সংগৃহীত

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার পার্ক স্ট্রিটের একটি নামী হোটেলে কোভিড বিধি উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত চলছিল নাচ-গান। খবর পেয়ে রাত ১টা নাগাদ পুলিশের একটি দল হানা দেয় সেই হোটেলে। তারা দেখেন, করোনাকে রীতিমত বুড়ো আঙ্গুল দেখিয়ে ডিজে, সাউন্ড সিস্টেম বাজিয়ে জোরদমে চলছে পার্টি, মদের ফোয়ারাও। তাদের বাধা দিতে গেলে পুলিশের সাথে বচসার সৃষ্টি হয় আর তা থেকে শুরু হয় ধস্তাধস্তি। গ্রেফতার করা হয় ৩৭ জনকে।

আরও পড়ুনঃ ফের নিম্নমুখী দৈনিক সংক্রমণ, মৃত্যু ৯০০-র কাছেই

seized cars
বাজেয়াপ্ত মার্সিডিজ-এক্সইউভি। ছবি: সংগৃহীত

জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে আইপিসি ১২০বি, ১৮৮, ২৬৯ ও ৩৫৪ নম্বর ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ২ টি মার্সিডিজ, ১ টি এক্সইউভি(XUV), ডিজে, সাউন্ড বক্স, হুকা, মদ ও গাঁজা এবং ৩৮ টি মোবাইল। রাজ্যে বিধিনিষেধ চলাকালীন কেন হোটেলে পার্টি করার অনুমতি দেওয়া হল, তার জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here