রাজ্যের অর্থমন্ত্রীর পদ থেকে বিদায় নিতে চলেছেন অমিত মিত্র

0
91

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন অমিত মিত্র। দীর্ঘ দশবছর ধরে রাজ্যের অর্থমন্ত্রী হিসেবে কাজ করেছেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে ২০২১-এর বিধানসভা ভোটে আর দাঁড়াননি তিনি। অর্থমন্ত্রী হিসেবে তাঁর ৬ মাসের মেয়াদ শেষ হলেই এই পদ থেকে সরে দাঁড়াবেন অমিত মিত্র। এমনটাই খবর তৃণমূল সূত্রের। নভেম্বরের গোড়ায় তাঁর ছ’মাসের মেয়াদ শেষ হওয়ার পর দফতরকে বিদায় জানানোর কথা তাঁর। সূত্রের খবর, শারীরিক কারণে এই অপারগতার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছেন তিনি।

Amit Mitra
অমিত মিত্র। সৌজন্যেঃ এনডিটিভি

অমিতবাবুর এই সিদ্ধান্ত হঠাত নেওয়া নয়। একুশের নির্বাচনের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অব্যাহতি চেয়েছিলেন তিনি। তাঁর অনুরোধ রেখে এবারে ভোটে তাঁকে দাঁড় করাননি মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত মিত্র-র বদলে ২০২১-এর বিধানসভা নির্বাচনে খড়দহ থেকে কাজল সিনহাকে প্রার্থী করেছিল তৃণমূল। তিনি আবার ফলপ্রকাশের আগেই কোভিডে প্রয়াত হন। এই মুহূর্তে খড়দহ কেন্দ্রটি ফাঁকাই পড়ে আছে। তাই খড়দহে আবার ভোট হবে। এই আসনটিতেই অমিতবাবু দাঁড়াতে পারতেন। কিন্তু তিনি আর নির্বাচনে লড়তেই চান না।

অমিতবাবু জানিয়েছেন, অতিমারির এই পরিস্থিতিতে তাঁর ভোটে লড়াইয়ের পরিণাম ভয়ানক হতে পারে। তিনি আরও জানিয়েছেন, মন্ত্রিত্বের দৈনন্দিন চাপ নেওয়ার মতো তাঁর শরীরের অবস্থা নয়। গত ৭ জুলাই তিনি নিজে বাজেট পেশ করতেও পারেননি। তাঁর তৈরি করে দেওয়া বাজেট পেশ করেছেন রাজ্য মন্ত্রিসভার অন্য সদস্য পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ হিন্দু পুরুষ যদি হিন্দু মহিলার সঙ্গে মিথ্যাচার করে, তা ‘জিহাদ’, মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার

২০১১ সাল থেকে রাজ্যের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন অমিত মিত্র। সেসময় রাজ্যের বিপুল দেনা সামলে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের কঠিন চ্যালেঞ্জ ছিল তাঁর সামনে। আজও তৃণমূল সরকারের সামনে ঠিক একই রকম চ্যালেঞ্জ রয়েছে। সেকারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে অন্তত ছ’মাস এই দায়িত্ব সামলে দেওয়ার কথা বলেন। তবে, অর্থমন্ত্রী পদ থেকে অমিত মিত্রকে বিদায় জানাতে নারাজ মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ ‘প্রপার নাউন’, পরিবর্তিত টুইটার বায়ো এবং ভালোবেসে ‘রাজনীতি’ না করা বাবুল

সূত্রের খবর, মন্ত্রীত্ব থেকে বিদায় নিলেও অমিত মিত্রকে অর্থ দপ্তরের উপদেষ্টা পদে রাখা হতে পারে। তাহলে অমিত মিত্র না থাকলে কে হবেন অর্থমন্ত্রী? এ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। একটি সূত্রের দাবি,অমিতের অনুপস্থিতিতে এই দপ্তরটি নিজের হাতেও রাখতে পারেন মমতা। অন্য কাউকে এই পদে বসানো যায় কিনা, তা নিয়েও আলোচনা চলছে।

সূত্রের খবর অনুযায়ী, এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। মুখ্যমন্ত্রী নিজের হাতেই দফতরটি রাখতে পারেন। কিন্তু সে ক্ষেত্রে তাঁর নিজের জিতে আসা পর্যন্ত বিষয়টি থেমে থাকবে। উপনির্বাচন যদি ছ’মাসের মধ্যে না হয়, তা হলে আবার পুরো বিষয়টি অনিশ্চিত হয়ে যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here