রাজ্যের ১০৪ জন বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলাঃ সমীক্ষা রিপোর্ট

0
78

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

একেবারে দোরগোড়ায় রাজ্যের বিধানসভা নির্বাচন। তারই মাঝে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ ও অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এই দুই সংস্থার যৌথ সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য।

Representative image | newsfront.co
প্রতীকী চিত্র

বুধবার প্রকাশিত এই রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে ২৮২ জন বিধায়কের মধ্যে ১০৪ জন অর্থাৎ ৩৭% জনপ্রতিনিধির বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। তার মধ্যে ৯০ জন অর্থাৎ ৩২% বিধায়কের বিরুদ্ধে রয়েছে যথেষ্ট গুরুতর ফৌজদারি মামলা।

ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচের মুখপাত্র জানিয়েছে যাঁদের বিরুদ্ধে ‘গুরুতর’ মামলা রয়েছে সেগুলি সবই জামিন অযোগ্য ধারায় এবং শাস্তির মেয়াদ পাঁচ বছরেরও বেশি।

ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ ও অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের তরফ থেকে জানা গিয়েছে বর্তমানে পদে থাকা বিধায়কদের হলফনামা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দুই সংস্থার পক্ষ থেকে বিশ্লেষণ করা হয়েছে তাঁদের অপরাধী ব্যাকগ্রাউন্ড, শিক্ষাগত যোগ্যতা, আর্থিক ব্যাকগ্রাউন্ড, লিঙ্গ এবং অন্যান্য তথ্য।

তা থেকে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের ২০৫ বিধায়কের মধ্যে ৬১ জনের বিরুদ্ধে রয়েছে গুরুতর ফৌজদারি মামলা, কংগ্রেসের ৩৯ জন বিধায়কের মধ্যে ১৫ জন , সিপিআইএম দলের ২৪ জন বিধায়কের মধ্যে ১০ জনের এবং বিজেপির ৬ জন বিধায়কের মধ্যে ৩ জনের বিরুদ্ধে রয়েছে গুরুতর ফৌজদারি মামলা। এমনকি এক নির্দল বিধায়কের বিরুদ্ধেও রয়েছে গুরুতর ফৌজদারি মামলা।

আরও পড়ুনঃ নাগরিক স্বাধীনতায় নম্বর কমল ভারতের, আন্তর্জাতিক ক্ষেত্রে অস্বস্তিতে মোদী সরকার

৭ জন জনপ্রতিনিধির বিরুদ্ধে সরাসরি খুনের মামলা, ২৪ জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ, ১০ জনপ্রতিনিধি আবার মহিলাদের প্রতি অপরাধে অভিযুক্ত। মোট ২৯৪ জন বিধায়কের মধ্যে ২৮২ জন বিভিন্ন ফৌজদারি মামলায় অভিযুক্ত, বর্তমানে ১০ টি বিধায়ক পদ খালি আর অন্য দুজন বিধায়কের হলফনামায় এই তথ্যগুলি স্পষ্টভাবে দেওয়া নেই।

আরও পড়ুনঃ জোট সংঘাত! কংগ্রেসের জেতা বাঘমুন্ডি আসনে দেওয়াল লিখছে ফরওয়ার্ড ব্লক, অভিযোগ

‘কোটিপতি’ বিধায়ক রয়েছেন ৯৭ জন, তার মধ্যে ৭৮ জনই তৃণমূল কংগ্রেসের, ১৩ জন কংগ্রেসের এবং সিপিআইএম ও বিজেপির একজন করে ‘কোটিপতি’ বিধায়ক রয়েছেন। এছাড়া একজন আর এসপি ও একজন নির্দল ‘কোটিপতি’ বিধায়ক রয়েছেন তালিকায়।

এবার দেখা যাক শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পাশের মধ্যে আছেন ৯২ জন বিধায়ক। ১৮৭ জন স্নাতক ও তার ওপরে। দুজন ডিপ্লোমাধারী এবং একজন শুধুই অক্ষরজ্ঞান যুক্ত। ৪১ জন মহিলা বিধায়ক রয়েছেন পশ্চিম বঙ্গের বিধানসভায় অর্থাৎ ১৫% , ১৮৫ জন অর্থাৎ ৬৬% বিধায়কের বয়স ৫১ থেকে ৮০ এর মধ্যে।

সমীক্ষার সূত্র : ২০১৬ বিধানসভা নির্বাচন ও তার পরের উপ-নির্বাচনগুলোতে প্রার্থীদের দেওয়া হলফনামা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here