খড়িবাড়িতে জেলা স্তরের ৩৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

0
49

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

রবিবার শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের খড়িবাড়ি হাই স্কুলের খেলার মাঠে প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিয়ে জেলা স্তরের ৩৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল। এদিন মন্ত্রী পতাকা উত্তোলন করে প্রদীপ জ্বালিয়ে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করে।

pic2| newsfront.co
উদ্বোধন। নিজস্ব চিত্র

এছাড়া উপস্থিত শিলিগুড়ি মহকুমা শাসক সুমন্ত সহায়, দার্জিলিং জেলার ডিআই বালিকা গোলে, শারীরিক শিক্ষা এবং যুব কল্যাণ শিলিগুড়ির জেলা আধিকারিক তপন ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি সুরজিত বরুয়া, খড়িবাড়ি বিডিও জগেশ চন্দ্র মন্ডল, নকশালবাড়ি বিডিও বাপী ধর, খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সরকার, শিলিগুড়ি মহকুমা পরিষদের সদস্য ছোটন কিসকু।

এদিন দার্জিলিং জেলার বাতাসি চক্র, খড়িবাড়ি চক্র, নকশালবাড় চক্র, বিধাননগর চক্র, ফাঁসিদেওয়া চক্র, শিলিগুড়ি-নকশালবাড়ি চক্র, শিলিগুড়ি পশ্চিম চক্রের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অংশ নেয়।

pic1| newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃআনন্দপুরে কৃষি সচেতনতা শিবির

এদিনের জেলা স্তরের বার্ষিক প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের মেডেল, সার্টিফিকেট, শীত বস্ত্র অন্যান্য পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়। এর পাশাপাশি সাতটি চক্রের মধ্যে সেরা চক্রকে চ্যাম্পিয়ন ও রানার্স হিসেবে পুরস্কৃত করা হয়। বালিকা গোলে জানান বিদ্যালয় স্তর থেকে চিহ্নিত হয়ে ছাত্র-ছাত্রীরা চক্র স্তরের প্রতিযোগিতায় অংশ নেয়। এদিন জেলা স্তরে ছাত্রছাত্রীরা অংশ নেয়। এখানে যারা চ্যাম্পিয়ন হবে। তারা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here