মীর রাকেশ রৌশান, বহরমপুর,নিউজফ্রন্টঃ
আজ থেকে শুরু হল মুর্শিদাবাদ জেলা বই মেলা। বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে মেলা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।এবারে বই মেলায় দেশ বিদেশ মিলে সর্বমোট ১৯২ টি স্টল থাকছে।

বই মেলায় প্রতিদিন দুপুর ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে বিভিন্ন প্রতিযোগিতা মুলক অনুষ্ঠান। সন্ধ্যে বেলা থেকে থাকবে বিভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ১৬ ও ১৯ ডিসেম্বর চলবে সেমিনার। এবারের বই মেলার প্রবেশ মূল্য রাখা হয়েছে ৫ টাকা।
মেলা শুরু হওয়ার আগেই সাংবাদিক সম্মেলনে বই মেলা কমিটির সাধারন সম্পাদক সৌমিক হোসেন জানিয়েছিলেন এবারে বই মেলার শুভ উদ্বোধন করবেন বিশিষ্ট কবি সুবোধ সরকার।জেলা গ্রন্থাগার আধিকারিক ডঃ প্রবোধ মাহাতো জানিয়ে ছিলেন মেলা প্রাঙ্গনে এবারে চারটি বাংলাদেশের বইয়ের স্টল থাকবে।
দুপুর ২:৩০ শে কবি সুবোধ সরকার বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন।উপস্থিত ছিলেন সামসেরগঞ্জের এম এল এ আমিরুল ইসলাম, সাগরদিঘীর বিধায়ক সুব্রত সাহা, সমাজ কর্মী বারিকুল হাসান টফি প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584