গার্ডেনরিচ শিপ ইয়ার্ডে করোনা আক্রান্ত ৩৮ সিআইএসএফ জওয়ান, মৃত ২

0
49

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা সংক্রমণ রাজ্যের সমস্ত ক্ষেত্রের মত প্রভাব ছড়িয়েছে পুলিশ থেকে বিএসএফেও। এবার বিপুল পরিমাণ সংক্রমণের তথ্য মিলল গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড (জিআরএসইএল) থেকে। সূত্রের খবর, জিআরএসইএলের নিরাপত্তার দায়িত্বে থাকা ৩৮ জন সিআইএসএফ জওয়ান করোনা পজিটিভ। এরা সকলেই কোয়ারেন্টাইনে এবং প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল।

CISF | newsfront.co
প্রতীকী চিত্র

সোমবার রাতে এমআরবাঙুর হাসপাতালে মৃত্যু হয় এক সিআইএসএফ জওয়ানের । এএসআই পদমর্যাদার জওয়ান জহরু বর্মন (৫৫) কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হলেও সুস্থ হয়ে যাওয়ায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় । এরপর ফের তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। সোমবার রাতে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হলে মৃত্যু হয় তাঁর। এদিকে কিছুদিন আগে কলকাতা মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে ভারতীয় জাদুঘরের দায়িত্বে থাকা এক সিআইএসএফ জওয়ানেরও।

আরও পড়ুনঃ এসএসকেএম হাসপাতালে করোনা আক্রান্ত ইএনটি প্রধান! সন্দেহভাজন বেশ কয়েকজন চিকিৎসক

এদিকে, সিআইএসএফ জওয়ান করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । শিপ ইয়ার্ডের ক্যান্টিনে খেতে আসা জাহাজের কর্মীদের থেকে সংক্রমণ ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান কর্তৃপক্ষের। ইতিমধ্যেই ক্যান্টিন বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরেই গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইনে থাকাকালীন পরীক্ষায় এই বিপুল সংক্রমণ ধরা পড়ে। এদের মধ্যে আবার অনেকেরই উপসর্গ নেই বলেও জানা গিয়েছে।

প্রসঙ্গত, কলকাতা বন্দর, বিমান বন্দর, (জিআরএসইএল), ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং ভারতীয় জাদুঘরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ । বন্দর এলাকায় ভূতঘাটের কাছে রয়েছে সিআইএসএফ ব্যারাক। সেখানে জীবাণুমুক্তকরণের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই ওই ব্যারাকটিকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

নয়াদিল্লিতে সিআইএসএফের মুখপাত্র জানিয়েছেন, গোটা দেশে তাঁদের বাহিনীর ১০৯ জন করোনা আক্রান্ত। তার মধ্যে কলকাতায় বর্তমানে আক্রান্ত ৩৯ জন। মুম্বই এবং দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৩৯ এবং ৩২। কলকাতাতেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ৪০ জন, যার মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের।

অন্য দিকে বুধবার তিলজলা থানার এক সাব ইনস্পেক্টর এবং আরজি কর হাসপাতাল পুলিশ ফাঁড়ির এক সদস্যের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। একই সঙ্গে বেলেঘাটা আইডি হাসপাতালের এক নার্স এবং দুই সাফাইকর্মী আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এছাড়াও মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক এবং এক ব্যাঙ্ককর্মীও করোনা পজিটিভ হওয়ার খবর মিলেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here