শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
১০০ জন পেরিয়ে ফের কলকাতায় বাড়ল করোনা আক্রান্ত পুলিশের সংখ্যা। তবে এবার সামনে এসেছে কিছুটা উদ্বেগ বাড়াবার মতই তথ্য। লালবাজার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘন্টাতেই কলকাতা পুলিশের ৩৮ জন পুলিশকর্মী ও অফিসারের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। অন্যদিকে, বুধবারের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে জানা গিয়েছে, ২৪ ঘন্টায় ৩৪০ জন নতুন করোনা আক্রান্তের হদিশ মিলেছে, ১০ জন মারা গিয়েছেন এবং ১৭০ জন সুস্থ হয়েছেন।
এদিকে কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, করোনা আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজন হলেন কমব্যাট ব্যাটেলিয়ান ও সশস্ত্র বাহিনীর সদস্য। রয়েছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের (ডিএমজি) পুলিশকর্মীরাও। এ ছাড়াও পুলিশ ট্রেনিং স্কুল বা পিটিএসের ব্যারাকে থাকেন, এমন কয়েকজনেরও করোনা ধরা পড়েছে। কয়েকটি থানা ও ট্রাফিক গার্ডের পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সিভিক ভলান্টিয়াররাও। থানার মধ্যে গড়ফা থানার কর্মীরা বেশি আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় রাজ্যে নতুন আক্রান্ত ৩৪০ মৃত ১০
তবে লালবাজারের দাবি, সম্প্রতি পর পর বহু পুলিশকর্মীর লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরপর তিনবার বিক্ষোভের পর কলকাতা পুলিশের প্রত্যেক পুলিশকর্মীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন এবং সতর্ক লালবাজারের শীর্ষকর্তারা। তার ফলেই একসঙ্গে এত আক্রান্তের খবর এসেছে। পুলিশকর্মীদের লালা রস পরীক্ষায় জোর দেওয়া হয়েছে। আক্রান্ত পুলিশকর্মীদের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের হোম কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584