সীমান্ত সমস্যা বিষয়ে বৈঠকে মালদহে বাংলাদেশের প্রতিনিধি দল

0
37

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

ছিটমহল সমস্যা থেকে শুরু করে পাচার ও চোরা চালানের মতো একাধিক সমস্যার সমাধানে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারতে এলেন বাংলাদেশী প্রতিনিধি দল। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার ভারত – বাংলাদেশ সীমান্তের হিলি চেকপোষ্ট দিয়ে ৫৯ জনের ওই প্রতিনিধি দল ভারতে প্রবেশ করেন।

বৈঠক। নিজস্ব চিত্র

শুক্রবার দুপুরে মালদহ জেলা প্রশাসনিক ভবনে বাংলাদেশের ৯ টি জেলার আধিকারিকদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন বাংলাদেশ সীমান্ত ঘেঁষা উত্তরবঙ্গের ৬ টি জেলার প্রশাসনিক ও বিএসএফ আধিকারিকরা। এদিন দিনভর সীমান্ত সমস্যার একাধিক বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়।

ভারত – বাংলাদেশ সীমান্ত এলাকার ছিটমহল সমস্যা থেকে শুরু করে পাচারচক্র, করিডর ইস্যু, ল্যান্ডপোর্ট সমস্যা প্রভৃতি সমাধানে এদিন ভারতে পৌঁছান বাংলাদেশের আধিকারিকরা। ভারতীয় সীমান্ত লাগোয়া চাপাই নবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চঘর, নীলফামারী, লালমনি হাঁট ও কুড়ি গ্রাম সহ তৎসংলগ্ন আরও ৬ টি জেলা থেকে একজন করে সরকারি আধিকারিক সহ বাংলাদেশ বর্ডার গার্ড ও পুলিশ আধিকারিকরা ভারতে পৌছান। এদিন মালদহ জেলার প্রশাসনিক বৈঠকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদহ সহ বেশ কয়েকটি জেলার ডিএম, এসপি উপস্থিত ছিলেন।

বাংলাদেশের জয়পুরহাট ডেপুটি কমিশনার মহঃ জাকির হোসেন বলেন, সীমান্ত সমস্যার একাধিক বিষয় নিয়ে বৈঠক। বাংলাদেশের ৯ টি সীমান্তবর্তী জেলার পাশাপাশি ভারতীয় ৬ টি জেলার প্রতিনিধিদের নিয়ে আলোচনা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here