নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
কান্দি মহকুমা কংগ্রেস কমিটির পক্ষ থেকে মঙ্গলবার একটি ডেপুটেশন জমা দেওয়া হল কান্দি মহকুমা হাসপাতালের সুপারের কাছে। কান্দির বিধায়ক শফিউল আলম খানের নেতৃত্বে একটি মিছিল করে কান্দি মহকুমা হাসপাতালে মোট ২২ দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।
আরও পড়ুনঃ পুলিশ নিয়ে দিলীপের কু-কথার জবাবে নাম না করে তুলোধনা মুখ্যমন্ত্রীর
এ বিষয়ে শফিউল আলম খান জানান, কান্দি মহকুমা হাসপাতালে এমন বহু কিছু সমস্যা রয়েছে যেগুলো রোগীদের স্বার্থে অত্যন্ত দ্রুত সমাধান প্রয়োজন এবং বেশ কিছু ডাক্তাররা আছেন যারা ঠিকমতো ডিউটি করছেন না তাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তিনি সুপারকে ডেপুটেশন জমা দিলেন।
অপরদিকে কান্দি মহকুমা হাসপাতালের সুপার মহেন্দ্র মাড্ডি জানান, বিধায়ক শফিউল আলম খান যে সমস্ত দাবি গুলি পেশ করেছেন সেগুলো ফেলে দেওয়ার মতন নয় তাই তিনি গুরুত্ব দিয়ে বিষয়টিকে দেখবেন এবং যেগুলি উনি নিজে সমাধান করতে পারবেন না সেগুলি উপর মহলে জানাবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584