শুভাঞ্জন বড়াল, ওয়েব ডেস্কঃ
পুজোর মুখে বাতিল উত্তরবঙ্গের একের পর এক ট্রেন। পরিবার পরিজন নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনায় কার্যত জল ঢেলে দিয়েছে রেলের এই সিদ্ধান্ত। অন্যদিকে কপালে ভাঁজ পরেছে একাধিক পর্যটন ব্যবসায়ীদের। করোনার জেরে কার্যত তাদের ব্যবসা বন্ধের মুখে পরেছিল তারপর এই ট্রেন বাতিল। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাতিল ৩৮ জোড়া ট্রেন। আলিপুরদুয়ার ডিভিশনের বিভিন্ন স্টেশনে কাজের জেরে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। কিছু ট্রেন উল্টো রুট দিয়ে যাচ্ছে।
গত ৬ দিনে বাতিল হয়েছে ৩৮ জোড়া ট্রেন। রাজধানীসহ ২০টি ট্রেনে রুট পরিবর্তন করে চলছে। নিউ জলপাইগুড়ি ও নিউ আলিপুরদুয়ারের মাঝামাঝি গুমানিহাট, শালবাড়ি, ফালাকাটা স্টেশন সংলগ্ন রেললাইনে কাজ চলছে। তার ফলেই একাধিক ট্রেন বাতিল হচ্ছে।
আরও পড়ুনঃ জাতীয় সড়ক আটকে ‘সত্যাগ্ৰহ’, কৃষকদের ভর্ৎসনা শীর্ষ আদালতের
তবে রেলের দাবি, সাময়িক অসুবিধা হলেও পরে লাভই হবে যাত্রীদের। আলিপুরদুয়ার জংশনের ডিআরএম জানান, ডবল লাইন চালুর জন্য ইন্টারলকিংয়ের কাজ হচ্ছে তাই এমন সিদ্ধান্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584