নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
পুজো উপলক্ষ্যে ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৩৯২টি স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেল। করোনা আবহে দীর্ঘদিন নিয়মিত ট্রেন চলাচল বন্ধ। এই পরিস্থিতিতে উৎসবের মরসুমে স্পেশাল ট্রেন অনেকটাই স্বস্তি দেবে সাধারণ মানুষকে।
উৎসবের সময়ে বিশেষ ট্রেনগুলি কলকাতা, পটনা, বারাণসী, লখনউয়ের মতো নির্দিষ্ট কয়েকটি গন্তব্যে চলাচল করবে। এবছর পুজোয় উত্তর-পূর্ব সীমান্ত রেল পেল সাতটি উৎসব স্পেশাল ট্রেন।
আরও পড়ুনঃ রাজ্যের সব বারোয়ারি দুর্গাপুজো বন্ধ করতে চেয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে
সেগুলির মধ্যে রয়েছে শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার দৈনিক স্পেশাল, কলকাতা-গুয়াহাটি ত্রি-সাপ্তাহিক স্পেশাল, কামাখ্যা-আনন্দবিহার দৈনিক স্পেশাল, গুয়াহাটি-সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক স্পেশাল, গুয়াহাটি-শিলচর ত্রি-সাপ্তাহিক স্পেশাল এবং উদয়পুর-নিউ জলপাইগুড়ি সাপ্তাহিক স্পেশাল।
আরও পড়ুনঃ বাংলাদেশের সাথে তুলনা করে জিডিপি নিয়ে মোদীকে কটাক্ষ রাহুল, অভিষেক
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ বলেন, “এই ট্রেনগুলি চালু হলে ভিড় অনেকটা কমবে। দৈনিক ট্রেনগুলি ২০ অক্টোবর থেকে চালু হবে। ৩০ নভেম্বর পর্যন্ত ট্রেনগুলি চলবে। সাপ্তাহিক, ত্রি-সাপ্তাহিক সহ সব ট্রেনের সঠিক সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584