বাংলাদেশের সাথে তুলনা করে জিডিপি নিয়ে মোদীকে কটাক্ষ রাহুল, অভিষেক

0
70

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মাথা পিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ, মোদীকে কটাক্ষ রাহুল, অভিষেক। আইএমএফের পূর্বাভাস, চলতি আর্থিক বছরে ভারতের মোট জাতীয় উৎপাদন কমবে ১০.৩ শতাংশ। মাথা পিছু জিডিপি ভারতের চেয়ে বেশি হবে প্রতিবেশী বাংলাদেশের।

Rahul Gandhi | newsfront.co

করোনা অতিমারীর ফলে যে দেশগুলির বাজার সবথেকে বেশি সংকুচিত হবে, তার মধ্যে অন্যতম হলো ভারত। এই তথ্য প্রকাশিত হয়েছে ‘ওয়ার্ল্ড ইকনমিক আউটলুক’ রিপোর্টে, স্বাভাবিক ভাবেই শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে।

টুইটে মোদী সরকারের প্রতি উষ্মা প্রকাশ করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

Abhisekh Banerjee | newsfront.co

টুইটারে একটি গ্রাফ পোস্ট করে রাহুল গান্ধী লিখেছেন যে, ছ’বছর ধরে যে ঘৃণা মিশ্রিত জাতীয়তাবাদের রাজনীতি চালাচ্ছে বিজেপি, তারই কৃতিত্ব এই ফলাফল।

আরও পড়ুনঃ প্রায় চোদ্দ মাস পর মুক্ত মেহবুবা মুফতি

ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, মাথা পিছু জিডিপির নিরিখে বাংলাদেশও ভারতকে টেক্কা দিচ্ছে। নরেন্দ্র মোদীজির ৫ ট্রিলিয়ান ভারতীয় অর্থনীতির স্বপ্নে এই পূর্বাভাস পুনরুত্থান নয়, বিপুল পতন।

আরও পড়ুনঃ কৃষি আইনের প্রতিবাদে বিজেপি শাসিত রাজ্যেই দশেরাতে দাহ হবে মোদীর কুশপুতুল

আইএমএফ রিপোর্ট অনুসারে, এই বছরের শেষে গড় হিসাবে, ভারতীয়দের তুলনায় বেশি ধনী হবেন বাংলাদেশিরা। তবে, ২০২১ সালে ভারতের অর্থনীতি ৮.৮ শতাংশ হারে বৃদ্ধি পাবে। ফলে তখন হয়তো দ্রুততম হারে বৃদ্ধি হওয়া অর্থনীতির শিরোপা পাবে ভারত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here