মুক্তির পথে থ্রিডি ছবি ‘মনস্টার হান্টার’

0
221

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘মাস্টার’- এর পর ‘এস এস আর’ সিনেমার কর্ণধার শতদীপ সাহার হাত ধরে আসছে প্রথম থ্রিডি ছবি ‘মনস্টার হান্টার’। ৫ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা এই ছবির। ছবিটি মুক্তি পাবে ইংরেজি, হিন্দি, তামিল এবং তেলুগু ভাষাতে।

Monster Hunter | newsfront.co

সূত্রের খবর অনুযায়ী এই বছরের প্রথম বিগ বাজেটের থ্রিডি ছবি এটি। ছবিতে রয়েছে টানটান উত্তেজনা। রোমহর্ষক কিছু দৃশ্যের সম্মুখীন হবে দর্শক।

হল মালিক এবং ‘এস এস আর’ সিনেমার কর্ণধার মনে করেন, এমন বড় বড় ছবি দিয়ে আবার মানুষকে দলে দলে হলমুখী করা সম্ভব হবে৷ সমস্ত প্রটোকল মেনেই ছবি দেখানীর ব্যবস্থা থাকবে হলে৷

আরও পড়ুনঃ অভিনেত্রীকে আপত্তিকর মন্তব্য, সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে এফআইআর

Satadip Saha | newsfront.co

শতদীপ সাহা জানান- “ব্যবসা বাড়াতে নানা ভাষার ছবি নিয়ে আসতে হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here