দোস্তজী সিনেমার খুদে তিন অভিনেতা কে সংবর্ধনা

0
114

সজিবুল ইসলাম, ডোমকল :

আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত সিনেমা দোস্তজী।
প্রত্যন্ত গ্রাম ডোমকল আর সেই ডোমকলের ভগিরাতপুর গ্রামের তিন খুদে অভিনেতাকে বেছে নেন সিনেমার পরিচালক।তাতেই বাজিমাত। জানাযায় , আঠারোটি দেশে সিনেমা মুক্তি পায় তার মধ্যে আটটি দেশ থেকে আন্তর্জাতিক পুরষ্কার জয়লাভ করে দোস্তোজি সিনেমা। তারই মধ্যে উল্লেখযোগ্য মালেয়াশিয়ার ন্যাশনাল গোল্ডেন গ্লোবাল অ্যায়ার্ড। ছবি পরিচালনা করেছেন রানাঘাটের বিখ্যাত পরিচালক প্রসূন চ্যাটার্জী। ছবিটিতে অভিনয় করেছেন মুর্শিদাবাদ জেলার ডোমকলের ভগীরথপুর এলাকার তিন খুদে। সিনেমার শুটিং হয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন স্থানে। আর এতেই ডোমকল মহকুমার মানুষের মন কাড়ে।

দোস্তজীর দুই অভিনেতা আরিফ সেখ ও আশিক সেখ সহ এক অভিনেত্রী কে সম্বর্ধনা দেন মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাকিবুল ইসলাম রকি, জলঙ্গি ব্লক সভাপতি মোহিত দেবনাথ সহ অঞ্চল সভাপতি দের উপস্থিতিতে চোয়াপাড়া গ্রাম পঞ্চায়েত সভাঘরে ফুল ও উপহার সামগ্রি দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়।সংবর্ধনা পেয়ে খুশি তিন খুদে অভিনেতা। জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাকিবুল ইসলাম রকি জানান তিন খুদে অভিনেতা যেভাবে মহকুমা তথা জেলা ও রাজ্যের নাম উজ্জ্বল করেছেন তাতে খুবই খুশি আমরা সকলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here