বিধায়কের উপস্থিতিতে স্বেচ্ছায় রক্তদান শিবির

0
113

সজিবুল ইসলাম, ডোমকল :

ভারত বাংলাদেশ সীমান্ত লাগুয়া জলঙ্গি ব্লকের রৌশন নগর গ্রাম আর সেই গ্রামের প্রগতি সংঘের উদ্যোগে এবং জলঙ্গি পঞ্চায়েত সমিতির আর্থিক সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। রক্তদান শেষে গ্রামের কচিকাচাদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যার ব্যবস্থা করেন প্রগতি সংঘের সদস্যরা।

শনিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরে ছেলেদের তুলনায় গ্রামের মহিলারা বেশি রক্তদান করেন, যা মন কেড়েছে সকলের।
বিধায়ক আব্দুর রাজাক বলেন রক্তদান মহৎ দান তাই যেভাবে গ্রামের মা বোনেরা রক্তদান করলেন তা সত্যি প্রশংসনীয়। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ইউসুফ আলী বলেন জলঙ্গি ব্লকের প্রত্যন্ত গ্রাম রোশন নগর, আর গ্রামের মানুষ হাসপাতালে গিয়ে রক্তের প্রয়োজন হলে অনেক সমস্যায় পড়তে হয়, ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতির কথা মাথায় রেখে গ্রামের ছেলেরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের ব্যবস্থা করেন।
প্রগতি সংঘের সম্পাদক শামিম সেখ জানান প্রতিবছর স্বেচ্ছায় রক্তদান শিবির করে আসছে আমাদের সংঘ , প্রতিবছরের ন্যায় এ বছরও স্বেচ্ছায় রক্তদান শিবিরের ব্যবস্থা করা হয়। এদিন প্রায় একশো জন ছেলে ও মেযেরা মিলে রক্তদান করেন। রক্তদান শেষে সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয় সংঘের পক্ষ থেকে। শামীম সেখ আরো জানান শুধু রক্তদান শিবির নয়, প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় সাধারণ মানুষের আপদে-বিপদে মানুষের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য প্রগতি সংঘের প্রত্যেকটা সদস্যের।
রক্তদানে ছিলেন জলঙ্গীর বিধায়ক আব্দুর রাজ্জাক, জলঙ্গি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ইউসুফ আলী,তৃণমূলের ব্লক যুব সভাপতি সালাউদ্দিন সরকার লিটন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তি গণ ও সংঘের সকল সদস্যগণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here