করোনা আবহেই বিহারে তিন দফার নির্বাচন শুরু ২৮ অক্টোবর থেকে

0
107

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা আবহের মধ্যেই বিহারে নির্বাচনের প্রস্তুতি শুরু। নিউ নর্মালে বিহার ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। কঠোরভাবে কোভিড নিয়ম মেনে নীতীশ-লালুর রাজ্যে তিন দফায় ভোট হবে বলে জানিয়েছে কমিশন।

Sunil Arora | newsfront.co
সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা

২৪৩ আসনের বিহার বিধানসভায় প্রার্থীদের ভাগ্য নির্ধারণের জন্য তিন দফায় ভোটের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার মুখ্য নিবাচন কমিশনার সুনীল অরোর জানান, ২৮ অক্টোবর হবে প্রথম দফার ভোট। দ্বিতীয় ও তৃতীয় দফার ভোট হবে যথাক্রমে ৩ এবং ৭ নভেম্বর। ফলপ্রকাশ ১০ নভেম্বর।

প্রথম দফায় (২৮ অক্টোবর) ১৬ জেলার ৭১ বিধানসভার জন্য ভোট গ্রহণ করা হবে। ১৭ জেলার ৯৪ কেন্দ্রের ভোট হবে দ্বিতীয় দফায় (৩ নভেম্বর) এবং তৃতীয় দফায় (৭ ৭ নভেম্বর) হবে ১৫ জেলার ৭৮ কেন্দ্রের ভোট গ্রহণ। বিহার বিধানসভা ভোটে এবার মোট ৭২ মিলিয়ান ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। মোট ২৪৩ আসনের মধ্যে ৩৮টি তফশিলি জাতি ও ২ তফশিলি উপজাতির জন্য সংরক্ষিত।

আরও পড়ুনঃ জিএসটি ক্ষতিপূরণের অর্থ অন্যত্র খরচ করেছে কেন্দ্র- ক্যাগের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন, ৭ লাখের উপর স্যানিটাইজারের ইউনিট, ৪৬ লাখেরও বেশি মাস্ক, ৬ লাখ পিপিই কিট, ৬.৭ লাখের বেশি ফেস-শিল্ড, ২৩ লাখের উপর হ্যান্ড-গ্লাভসের আয়োজন করা হয়েছে। আর ভোটারদের জন্য ৭.২ কোটি একবার ব্যবহারযোগ্য হ্যান্ড গ্লাভসের ব্যবস্থা করা হচ্ছে।

নিউ নর্মালে ভারতীয় নির্বাচন প্রক্রিয়ায় সরাসরি অনলাইন ব্যবস্থার প্রয়োগ শুরু হচ্ছে বিহার নির্বাচনের সময় থেকেই। প্রার্থীরা মনোনয়নপত্র তোলা ও জমার কাজ অফলাইন-অনলাইনে করতে পারবেন। সিরিউরিটির অর্থও অনলাইনে জমা করা যাবে।

আরও পড়ুনঃ রিপাবলিক ভারতের সম্পাদককে চড় কষালেন সহ সাংবাদিকই

অফলাইনে মনোনয়ন জনা করা হলে প্রার্থীর সঙ্গে মাত্র দু’জনকে থাকার ছাড়পত্র দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে মাত্র তিন জন প্রচার কাজ সারতে পারবেন। কনভয়ে পাঁচটির বেশি গাড়ি ব্যবহার করা যাবে না। প্রচারের জন্য বড় জমায়েত করা যাবে না। এক একটি বুথে ভোটারের সংখ্যা ১৫০০ থেকে কমিয়ে ১০০০ করা হয়েছে।

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা বলেন, “দুনিয়াজুড়ে অন্তত ৭০ টি দেশে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে যা পরিস্থিতি তাতে অন্তত স্পষ্ট যে এখনই পুরোপুরি তা নিয়ন্ত্রণে আসবে না। কিন্তু, করোনার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াও দীর্ঘ সময় ধরে বন্ধ থাকতে পারে না। তাই ভারসাম্য রাখতেই ভোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।

আগামী ২৯ নভেম্বর বিহারের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই নতুন বিধানসভা গঠন করতে হবে বলেও জানান মুখ্য নির্বাচন কমিশনার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here