ভারতের হাতে অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল ‘নাগ’

0
88

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বৃহস্পতিবার বহু প্রতীক্ষিত থার্ড জেনারেশন অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল ‘নাগ’-এর সফল উৎক্ষেপণ হল পোখরানে। এই পোখরানেই পরমাণু অস্ত্র পরীক্ষা করেছিল ভারত। শক্তিশালী ক্ষেপনাস্ত্র ‘নাগ’ এবার এল ভারতের হাতে। ডিআরডিওর তৈরি এই মিসাইল ভারতীয় সেনাকে আরও শক্তিশালী করবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

ATGM | newsfront.co
নাগের উৎক্ষেপণ। ছবিঃ ডিআরডিও- টুইটের স্ক্রিনশট

প্রতিরক্ষা মন্ত্রক এদিন একটি বিবৃতিতে জানিয়েছে, এই চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালের পর এবার ভারতীয় সেনায় অন্তর্ভুক্তির দোরগোড়ায় পৌঁছে গেল শক্তিশালী মিসাইল ‘নাগ’। গত দেড় মাসে এই নিয়ে বেশ কিছু মিসাইলের সফল পরীক্ষা করল ডিআরডিও।

এদের মধ্যে ‘রুদ্রম-১’ সহ বেশ কিছু লেজার গাইডেড মিসাইলও রয়েছে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ‘নাগ’ শীতের ট্রায়ালে সফল হয়। গত জুলাই মাসে ভারতীয় সেনাবাহিনী পোখরানে গ্রীষ্মকালীন ট্রায়াল শুরু করে।

এবছর ভারত সরকারও ‘নাগ’ মিসাইলকে মান্যতা দেয়। শত্রুশিবিরের উচ্চক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ককে গুঁড়িয়ে দিতে সক্ষম ‘নাগ’।

আরও পড়ুনঃ আমেরিকার কাছে শীত পোশাক কিনে চিনকে বার্তা ভারতের

৫০০ মিটার থেকে শুরু করে সর্বাধিক ৪ কিমি পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। নাগ মিসাইল ক্যারিয়ার বা ‘নামিকা’ থেকে এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করা হয়। এটি একটি বিএমপি ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকল। যা ছয়টি কমব্যাট মিসাইল একসঙ্গে বহন করতে সক্ষম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here