শিলিগুড়িতে নতুন করে করোনায় আক্রান্ত ৪

0
34

নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ

রবিবার শহর শিলিগুড়ি ও শহরতলিতে নতুন করে ৪ জন করোনা আক্রান্তের হদিশ মিলল। জানা গিয়েছে দুজন কাওয়াখালির সরকার অধিগৃহীত ডিসান সারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এবং সেখানেই লালারসের নমুনা পরীক্ষায় পজিটিভ আসে।

corona virus | newsfront.co
প্রতীকী

দুজনের মধ্যে একজনের বয়স ১৬ এবং অন্যজনের বয়স ২০ বছর। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের কালু জোতের বাসিন্দা ২০ বছরের ওই যুবক মহারাষ্ট্রের পুনে থেকে ফেরেন।

তবে নকশালবাড়িতে যে আক্রান্ত তার কোন ট্রাভেল হিস্ট্রি নেই বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। এর পাশাপাশি একজন বাগডোগরার বাসিন্দা অপরজন কদমতলার বাসিন্দা।

আরও পড়ুনঃ ফের কোচবিহারের নতুন করে আক্রান্ত ৩৭

মেডিকেল সূত্রে জানা গেছে বাগডোগরার ওই প্রসূতি সম্প্রতি উত্তরবঙ্গ মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তার লালার নমুনা সংগ্রহ করা হয়।

এবং সেই রিপোর্ট পজিটিভ আসে। এই বিষয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার কৌশিক সমাজদার বলেন ওই প্রসূতি মেডিকেলেই আছেন। এবং পরবর্তীতে তাকে স্থানান্তরিত করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here