নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
দিন যত এগিয়ে আসছে রাজ্যে সংক্রমণের সংখ্যা ততই হু হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে রক্ষা করার লক্ষ্যে এবার রাজ্য সরকার করোনা যুদ্ধে সামিল করতে চাইছে করোনায় সুস্থ হওয়া যুবকদের। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের ৪ জন যুবক কিছুদিন আগে করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেছেন।
রাজ্য সরকার নিজেদের পরিকল্পনা সফল করতে করোনা জয়ীদের রাজ্যের যেকোন কোভিড হাসপাতালে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা কর্মে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সহায়তার কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। এই করোনা যোদ্ধাদের মাসিক ১৫ হাজার টাকাতে কাজে নিয়োগ করা চলছে।
শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম ৪ জন সুস্থ করোনা রোগী, তাদের কোলাঘাট ব্লক থেকে বিডিওর উদ্যোগে পাঠানো হল কলকাতায় স্বাস্থ্যভবনে। এই বিষয়ে কোলাঘাটের বিডিও মদন মোহন মন্ডল জানান,”আজ ৬ জন যাওয়ার কথা ছিল।
আরও পড়ুনঃ কৃষকদের কৃষিকাজে জলাভাব মেটাতে অ্যানিকেট জলাধার থেকে জল ছাড়া শুরু
কিন্তু কোন কারণে ২ জন না আসায় ৪ জনকেই স্বাস্থ্যভবনে নিয়ে যাওয়া হয়।” এরপর এদের প্রশিক্ষণ দিয়ে রাজ্যের যেকোন কোভিড হাসপাতালের কর্মেনিয়োগ করা হবে। জানা গিয়েছে করোনা যোদ্ধা নব নিযুক্ত এই ৪ জন ব্যক্তি আগে মুম্বইয়ে স্বর্ণশিল্পী হিসাবে যুক্ত ছিলেন।বর্তমানে নতুন কাজে নিয়োগ হয়ে খুশি তারা। তারা বলেন “করোনা আক্রান্ত রোগীদের সেবায় মুখ্যমন্ত্রী আমাদের নিয়োগ করায় আমরা ধন্য।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584