শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
আজ আরো ৪ জন করোনা আক্রান্তের হদিশ মিলল দক্ষিণ দিনাজপুর জেলায়। এরা সবাই পরিযায়ী শ্রমিক। বেশ কয়েক দিন আগে ভিন রাজ্য থেকে জেলায় ফিরে আসেন। এই চারজনের মধ্যে দুজন বালুরঘাট ব্লকের, একজন গঙ্গারামপুর ব্লকের ও ১ জন হিলি ব্লকের বাসিন্দা বলে জানা গেছে।
এর আগে জেলার ৮টি ব্লকের মধ্যে হিলি ব্লক ছাড়া ৭টি ব্লকেই করোনা আক্রান্তের হদিশ মিললেও হিলি ব্লকটিতেই এতদিন কোন করোনা রোগীর ছিল না। আজ ১ জনের হদিশ মেলায় জেলার এখন ৮টি ব্লকেই করোনা আক্রান্তের খবর মিলল।
আরও পড়ুনঃ রায়গঞ্জের কোভিড হাসপাতাল থেকে মুক্তি দুই করোনা জয়ীর
গতকাল ৩৭ জন আক্রান্তের খবর প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়। এর মধ্যে ২১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে বলে জানানো হয়েছে। আজ এই সংক্রান্ত কোন প্রেস বিজ্ঞপ্তি জারি না করলেও স্বাস্থ্য দফতর সুত্রে এখবর পাওয়া গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584