নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
ক্রমাগত বেড়েই চলেছে ওমিক্রন সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা। আজ ব্রিটেন ফেরত ৪ যাত্রীর শরীরে ধরা পড়ল করোনা ভাইরাস। জানা গেছে, আক্রান্তদের মধ্যে দু’জন পুরুষ, একজন মহিলা এবং রয়েছে পাঁচ বছরের একটি শিশু।
স্বাস্থ্য দফতর সুত্রে খবর, আজ রবিবার সকালে কলকাতা বিমানবন্দরে নামার পর ওই ৪ জনের কোভিড পরীক্ষা করা হয়। এরপর রিপোর্ট পজিটিভ আসলে ওই ৪ জনকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাদের। ওই ৪ জন ওমিক্রন আক্রান্ত কি না তা জানতে সকলের নমুনা আগামীকাল জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য কল্যাণীতে পাঠানো হবে বলে জানা গিয়েছে।
এখনও পর্যন্ত ২৩ জন কোভিড আক্রান্তের নমুনা জিনোম সিকোয়েন্সিং পরীক্ষার জন্য কল্যাণীর ইন্ডিয়ান ইন্সটিউট অফ জিনোমিক্স স্টাডিতে পাঠানো হয়েছে। যার মধ্যে ৬ জন ওমিক্রন আক্রান্ত বলে স্বাস্থ্যভবন সূত্রে খবর। এছাড়া শনিবার কলকাতা মেডিক্যাল কলেজের এক জুনিয়র চিকিৎসকের ওমিক্রন পজিটিভ ধরা পড়েন। বেলেঘাটা আইডিতেই তার চিকিৎসা চলছে। তবে ওই চিকিৎসকের সম্প্রতি বিদেশযাত্রার কোনো তথ্য নেই। তাহলে তিনি আক্রান্ত হলেন কিভাবে তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ ওমিক্রন নিয়ে চিন্তার ভাঁজ, রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় দল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584