নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
জাল নোট তৈরির কারবারীদের হাতেনাতে গ্রেফতার করলো রায়গঞ্জ থানার পুলিশ। এতদিন জালনোট বাইরে থেকে ছেপে রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল বেশ কিছু দুস্কৃতী। উদ্ধার হয়েছিল উন্নতমানের ছাপানো জাল ভারতীয় টাকাও।
কিন্ত এবার রায়গঞ্জ শহরেই জালনোট ছাপানোর এক চক্রের হদিশ মিলেছে। রঙিন জেরক্স মেশিনে ভারতীয় টাকা ছেপে, তা বাজারে চালানো হত বলে অভিযোগ। ধৃতদের কাছ থেকে পুলিশ মোট আট বান্ডিল ৫০০ টাকার জেরক্স করা নোট উদ্ধার করেছে। পাশাপাশি বেশ কিছু সাদা কাগজ ও জেরক্স করার সামগ্রী আটক করেছে পুলিশ৷ প্রায় ৮০ হাজার টাকার আসল নোটও উদ্ধার করেছে পুলিশ। রবিবার ধৃতদের আদালতে পেশ করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে ঊর্ধ্বগামী করোনা আক্রান্তের সংখ্যা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অল্প টাকার বিনিময়ে বেশি টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে মূলত প্রতারণার ফাঁদ পেতেছিল ধৃত ওই চার ব্যক্তি। শনিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে জেলখানা মোড় সংলগ্ন এলাকায় পুলিশ হানা দিয়ে প্রদীপ সাহা নামে শ্যামাপল্লীর এক বাসিন্দাকে গ্রেফতার করে৷ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই কারবারের সাথে যুক্ত আরও তিনজনকে রাতেই গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ।
ধৃতদের প্রত্যেকের বাড়িই রায়গঞ্জ শহর এলাকায়৷ ধৃত চারজনের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷ ধৃত চারজনকে রবিবার রায়গঞ্জ আদালতে হাজির করলে চার দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584